যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আঞ্চলিক সংঘাত রোধ করার লক্ষ্যে কূটনৈতিক চেষ্টার অংশ হিসেবে কাতার গেছেন। এর আগে বুধবার তিনি সৌদি আরব এবং মঙ্গলবার ইসরায়েল সফর করেন।
যুক্তরাষ্ট্র বুধবার প্রথমবারের মত বলেছে, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা অবস্থানের প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র মনে করে, অক্টোবরের শুরু থেকে মাঝামাঝি রাশিয়ার বৃহত্তম প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভস্তকে জাহাজে করে অন্তত তিন হাজার উত্তর কোরীয় সেনা পৌঁছেছে।
প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহের কম সময় আগে প্রায় আড়াই কোটি ভোটার ইতোমধ্যে ভোট দিয়েছেন। আগাম বা ডাকযোগে তারা ভোট দেন। গত সপ্তাহে আগাম ভোটের প্রথম দিনে কোনো কোনো রাজ্যে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে।