অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলি বিমান হামলা দক্ষিণ লেবাননের বন্দর শহর টায়ারে আঘাত হানে


লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর তরফ থেকে শহরের কিছু অংশে লোকজনকে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করার পরপরই ইসরায়েলি বিমান হামলা দক্ষিণ লেবাননের বন্দর শহর টায়ারে আঘাত হেনেছে। সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪।

ভিডিও ফুটেজে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ভূমধ্যসাগরীয় আকাশে উঠতে দেখা যাচ্ছে।

স্থানীয় গণমাধ্যমেও আগুন লাগার এবং আবাসিক ভবনে ব্যাপক ধ্বংসের ছবি দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলার পর থেকে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে, এবং সাম্প্রতিক কয়েক সপ্তাহে এই সংঘাত আরও তীব্র হয়েছে।⁣

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৪২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣

XS
SM
MD
LG