সোমবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের বাইরে গাজা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান ধর্মঘটে অংশ নেয়া প্রায় ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
লোয়ার ম্যানহাটনে স্টক এক্সচেঞ্জের ল্যান্ডমার্ক বিল্ডিংয়ের সামনে অবস্থান নিয়ে “গাজাকে বাঁচতে দাও” এবং “আপ আপ উইথ লিবারেশন, ডাউন ডাউন উইথ অকুপেশন” বলে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে।
বিক্ষোভের আয়োজক গ্রুপ ইহুদি ভয়েস ফর পিসের রাজনৈতিক পরিচালক বেথ মিলার বলেন, “ইসরায়েলে বোমা পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা বন্ধ করার দাবি জানানোর উদ্দেশে আমরা এখানে জমায়েত হয়েছি। গত বছর ধরে যা ঘটছে তা হল গাজার সম্প্রদায়গুলোতে গণহত্যা পরিচালনার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের বোমা ব্যবহার করছে, যে কারণে ওয়াল স্ট্রিটের অস্ত্র নির্মাতাদের স্টকের দাম আকাশচুম্বী হয়েছে।”
অল্প কিছু পালটা বিক্ষোভকারী ইসরায়েলি পতাকা নেড়ে ফিলিস্থিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার চেষ্টা করে।
ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের কেউই এক্সচেঞ্জের ভিতরে প্রবেশ না করলেও, ব্রড স্ট্রিটের একটি সুরক্ষা বেষ্টনীর ভিতরে কমপক্ষে ২০০ জন ঢুকে পড়ে অবস্থান নেয়।
এক্সচেঞ্জের একজন মুখপাত্রকে প্রতিবাদের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।