শুক্রবার, ১১ই অক্টোবর দক্ষিণ ভারতে একটি যাত্রীবাহী ট্রেন এবং একটি স্থির মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে ১২টি বগি লাইনচ্যুত হয়৷
তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর অঞ্চলে এই ঘটনায় কমপক্ষে ১৯ জন যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একজন রেল কর্মকর্তা জানিয়েছেন, মাইসুরু-দারভাঙ্গা এক্সপ্রেস মূল লাইনের পরিবর্তে একটি লুপ লাইনে প্রবেশ করেছিল।
এই দূর্ঘটনার পরে বেশ কিছু যাত্রী আটকা পড়েছিলেন, যার কারণে অন্যান্য ট্রেন পরিষেবাগুলিও পুনঃনির্ধারিত বা বাতিল করা হয়েছিল।
(প্রযোজনা: কেভাল সিং)
সূত্র: এএনআই
রয়টার্স