অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ সামরিক সাহায্য


ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার একটা বড় অংশ হচ্ছে ২,০০০ পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা, যেমনটা গাজা এবং বৈরুতে (ছবিতে) ব্যবহার করা হয়েছে। ফটোঃ ৬ অক্টোবর, ২০২৪।
ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার একটা বড় অংশ হচ্ছে ২,০০০ পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা, যেমনটা গাজা এবং বৈরুতে (ছবিতে) ব্যবহার করা হয়েছে। ফটোঃ ৬ অক্টোবর, ২০২৪।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সামরিক সহায়তা বাবদ কমপক্ষে ১,৭৯০ কোটি ডলার ব্যয় করেছে। ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তীতে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অফ ওয়ার প্রজেক্টের একটি প্রতিবেদন এই তথ্য প্রকাশিত হয়েছে। গাজায় যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত বৃদ্ধি পেয়েছে।

গত বছর ৭ অক্টোবরের হামলার পর থেকে ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করতে অতিরিক্ত ৪৮৬ কোটি ডলার ব্যয় হয়েছে বলে গবেষকরা প্রথম এই তথ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন।

এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর নেতৃত্বাধীন অভিযানের ব্যয়ভার। হুথিরা ইরান-সমর্থিত গোষ্ঠী হামাসের সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে।

এই প্রতিবদনটি সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ আভিযান চালানোর আগে করা হয়েছে। এখানে যুক্তরাষ্ট্রের আনুমানিক ব্যয়ের প্রাথমিক হিসাব প্রতিফিলিত হয়েছে।

বাইডেন প্রশাসন গাজা ও লেবাননে তার সংঘাতে ইসরায়েলকে সমর্থন করে এবং ঐ অঞ্চলে ইরানের সশস্ত্র মিত্রগোষ্ঠীগুলির সহিংসতা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার তাদের মুক্তির দাবীতে তেল আভিভে নীরব বিক্ষোভ প্রদর্শন করে। ফটোঃ ৭ অক্টোবর, ২০২৪।
গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার তাদের মুক্তির দাবীতে তেল আভিভে নীরব বিক্ষোভ প্রদর্শন করে। ফটোঃ ৭ অক্টোবর, ২০২৪।

আর্থিক ব্যায়ের উপড়ে আছে প্রাণহানির হিসেবঃ হামাস এক বছর আগে ইসরায়েলে প্রায় ১২০০ জনকে হত্যা করে এবং অন্যান্যদের জিম্মি করে গাজায় নিয়ে যায়। অপর দিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় প্রায় ৪২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ঐ অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সেপ্টেম্বরের শেষ দিকে ইসরায়েল লেবাননে ব্যাপক হারে হামলা বাড়ানোর পর থেকে হিজবুল্লাহ যোদ্ধা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৪০০ জন নিহত হয়েছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জে বিলমেস এবং তার সহকর্মী গবেষক উইলিয়াম ডি হার্টুং এবং স্টিফেন সেমলার এই যুদ্ধের এই আর্থিক ব্যয়ের হিসাব করেছেন।

যুক্তরাষ্ট্রের করদাতাদের কিছু অর্থ ব্যয় কোথায় হয় তা দেখে নিনঃ

ইসরায়েলের জন্য রেকর্ডমাত্রায় সামরিক সহায়তা

ইসরায়েল ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে তারা যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্যের ইতিহাসে সবচেয়ে বড় সহায়তা পেয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৯ সাল থেকে ইসরায়েলকে দেওয়া অর্থের পরিমাণ মুদ্রাস্ফীতি যোগ করে হবে ২৫,১২০ কোটি ডলার।

ইসরায়েলি বিমান বাহিনীর অত্যাধুনিক এবং ব্যয়বহুল, যুক্তরাষ্ট্রে তৈরি এফ-৩৫ জঙ্গিবিমান। ফাইল ফটো।
ইসরায়েলি বিমান বাহিনীর অত্যাধুনিক এবং ব্যয়বহুল, যুক্তরাষ্ট্রে তৈরি এফ-৩৫ জঙ্গিবিমান। ফাইল ফটো।

কিন্তু তার পরেও, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলে পাঠানো সামরিক সহায়তা ছিল এক বছরে সবচেয়ে বেশি, মুদ্রাস্ফীতি-সমন্বিত ১,৭৯০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত ১৯৭৯ সালের শান্তি চুক্তির সময় যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েল ও মিশরকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করে এবং ওবামা প্রশাসন এক চুক্তিতে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে বার্ষিক ৩৮০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সহায়তার মধ্যে রয়েছে সামরিক অর্থায়ন, অস্ত্র বিক্রি, যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪৪০ কোটি ডলারের সামগ্রী এবং ব্যবহৃত সামরিক সরঞ্জামাদি।

এ বছর যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রশস্ত্রের বেশির ভাগ ছিল গোলাবারুদ, আর্টিলারি শেল থেকে শুরু করে ২ হাজার পাউন্ড বাঙ্কার-বাস্টার এবং প্রেসিশন-গাইডেড বোমা।

এই গবেষণায় বলা হয়েছে, ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড'স স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাইফেল ও যুদ্ধ বিমানের তেল কেনার জন্য ব্যয় হয়েছে ৪০০ কোটি ডলার।

গবেষকরা বলছেন, ইউক্রেনকে যে সামরিক সহায়তা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের তা নথিভুক্ত করে থাকে প্রকাশ্যে। কিন্তু অপরদিকে গত ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কী পাঠিয়েছে তার সম্পূর্ণ বিবরণ পাওয়া অসম্ভব। সে কারণে বছরের ১,৭৯০ কোটি ডলার একটি আংশিক চিত্রমাত্র।

ইসরায়েলের আশকেলন শহরের আকাশে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করছে। ফটোঃ ১ অক্টোবর, ২০২৪।
ইসরায়েলের আশকেলন শহরের আকাশে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করছে। ফটোঃ ১ অক্টোবর, ২০২৪।

তারা বাইডেন প্রশাসনের “আমলাতান্ত্রিক কৌশলের মাধ্যমে পুরোপুরি সহায়তার পরিমাণ এবং কী ধরণের সিস্টেম তা গোপন করার চেষ্টার” কথা উল্লেখ করেন।

যে যুদ্ধ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে, সে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রকে আর্থিক সহায়তা দেয়া এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারনার সময় আমেরিকানদের বিভক্ত করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের প্রতি সমর্থন সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং বাইডেন শুক্রবার বলেছেন, “কোনও প্রশাসন ইসরায়েলকে আমার চেয়ে বেশি সহায়তা দেয়নি।”

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসন ঐ অঞ্চলে সামরিক শক্তি জোরদার করেছে, যার লক্ষ্য ইসরায়েলি ও আমেরিকান বাহিনীর উপর যে কোনও হামলা প্রতিরোধ ও তার পাল্টা জবাব দেওয়া।

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ইউএসএস থিওডোর রুজভেল্ট-এর মত বিমানবাহী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। ফাইল ফটোঃ ৫ জুলাই, ২০২৪।
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ইউএসএস থিওডোর রুজভেল্ট-এর মত বিমানবাহী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। ফাইল ফটোঃ ৫ জুলাই, ২০২৪।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অতিরিক্ত অভিযান পরিচালনার জন্য কমপক্ষে ৪৮৬ কোটি ডলার ব্যয় করা হয়েছে, তবে মিশর এবং ঐ অঞ্চলের অন্যান্য অংশীদারদের সামরিক সহায়তা জোরদারে অর্থব্যয় এতে অন্তর্ভুক্ত নয়।

হামাস যেদিন গাজার চারপাশে ইসরায়েলি বেষ্টনী ভেঙে হামলা চালিয়েছিল, সেদিন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি ছিল ৩৪ হাজার।

ইরানে এক হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ে নিহত হন, যার জন্য ইসরায়েলকে দোষারোপ করা হয়। ঐ হামলার জবাবে পাল্টা আক্রমণ নিরুৎসাহিত করার লক্ষ্যে আগস্ট মাসে ঐ অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী ছিল এবং তখন সেনা সংখ্যা প্রায় ৫০ হাজারে উন্নীত হয়।

এখন মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার।

ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ, এম্ফিবিয়াস রেডি গ্রুপ, ফাইটার স্কোয়াড্রন এবং বিমান প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করা বেশ কয়েকটি জাহাজ ও বিমানের সংখ্যা গোটা বছর জুড়ে ওঠা-নামা করেছে।

পেন্টাগন জানিয়েছে, খুব শিগগিরই তারা আরেকটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপকে ইউরোপ অভিমুখে পাঠাচ্ছে এবং একই সময়ে যদি দুটি রণতরী ঐ অঞ্চলে থাকে তাহলে সেনা সংখ্যা আবারও বাড়তে পারে।

XS
SM
MD
LG