অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলের উপর হামাসের হামলার এক বছর পূর্তির দিন গাজা জুড়ে ব্যাপক আক্রমণ


২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার সময় অপহৃত জিম্মিদের ছবির দিকে তাকিয়ে রয়েছেন এক নারী। তেল আবিব। ফটোঃ ৭ অক্টোবর, ২০২৪।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার সময় অপহৃত জিম্মিদের ছবির দিকে তাকিয়ে রয়েছেন এক নারী। তেল আবিব। ফটোঃ ৭ অক্টোবর, ২০২৪।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজা ভূখণ্ড জুড়ে হামাসের নানা অবস্থানকে লক্ষ্য করে সোমবার তারা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের অতর্কিত হামলার এক বছর পূর্ণ হল। এই হামলার ফলে যুদ্ধ ছড়িয়ে পড়ে; লেবাননেও এই যুদ্ধের আঁচ পৌঁছেছে; পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হামাসের রকেট নিক্ষেপের একাধিক কেন্দ্র। হামাস সোমবার বলেছে, তারা ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে; সেই সঙ্গে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং সংলগ্ন এলাকায়ও রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, বৈরুত, দক্ষিণ লেবাননের নানা অংশ ও বেকা উপত্যকার উপর হামলাসহ লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর ব্যবহৃত একাধিক লক্ষ্যবস্তুতে তারা আঘাত হেনেছে।

হিজবুল্লাহর রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফাতে আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম বলেছে, সেখানে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

হিজবুল্লাহ বলেছে, হাইফার দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ঘাঁটিকে তারা নিশানা করেছিল।

হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের হামলার এক বছর পূর্তি পালন করবেন সোমবার। তিনি মোমবাতিও জ্বালাবেন।

বাইডেন সোমবার সকালে এক বিবৃতিতে বলেছেন, ৭ অক্টোবরকে “ফিলিস্তিনি মানুষের জন্য একটা অন্ধকার দিন হিসেবে স্মরণ করা হবে কারণ এই দিনই হামাস সংঘাত শুরু করেছিল।”

বাইডেন আরও বলেন, “গাজায় যুদ্ধবিরতি চুক্তি অর্জনের জন্য কাজ আমরা বন্ধ করব না যাতে জিম্মিরা বাড়ি ফিরতে পারেন, অকুস্থলে ভোগান্তি লাঘব করতে মানবিক ত্রাণের পরিমাণ বৃদ্ধি করা যায়, ইসরায়েলের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় এবং এই যুদ্ধ বন্ধ হয়। ইসরায়েলি ও ফিলস্তিনি উভয়েরই নিরাপত্তা, মর্যাদা ও শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে।”

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার বলেছেন, ইসরায়েলি জনগণ যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারেন তা সুনিশ্চিত করতে এবং গাজায় আটক জিম্মিদের বাড়ি ফেরাতে সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নেবে তার দেশ।

XS
SM
MD
LG