অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ও তার মিত্ররা ইসরায়েল থেকে পিছু হটবে না, বললেন খামেনেই


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ২০২৪ সালের ২৭ আগস্ট তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রশাসনের সদস্যদের সাথে একটি বৈঠকে অংশ নিয়েছেন। (ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় অবলম্বনে এপি)
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ২০২৪ সালের ২৭ আগস্ট তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রশাসনের সদস্যদের সাথে একটি বৈঠকে অংশ নিয়েছেন। (ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় অবলম্বনে এপি)

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উযমা খামেনেই বলেন, তেহরান সমর্থিত হিজবুল্লাহর নিহত প্রধানের উত্তরাধিকারীকে লক্ষ্য করে বৈরুতে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর ইরান ও তার আঞ্চলিক প্রক্সিগুলো ইসরায়লকে আক্রমণ করা থেকে পিছু হটবে না।

মঙ্গলবার ইসরাইয়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করার সময় তেহরানে শুক্রবার জুমার নামাজে খামেনেই উপস্থিত ছিলেন। তিনি বলেন, “কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর দুর্দান্ত পদক্ষেপ সম্পূর্ণ ন্যায্য এবং বৈধ ছিল।”

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জো বাইডেন বলেন, ইসরায়েল প্রতিক্রিয়া প্রদর্শন করলে ইরানের তেল স্থাপনায় হামলা হতে পারে।

ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী দাহিয়েতে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ইসরায়েল কিছু এলাকার লোকজনকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়ার পর নতুন করে হামলা চালানো হয় বলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

তিনজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, নিহত নেতা হাসান নাসরুল্লাহর কথিত উত্তরসূরি হিজবুল্লাহ কর্মকর্তা হাশেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে একটি ভূগর্ভস্থ বাঙ্কারে বিমান হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি মনে করেন না যে, মধ্যপ্রাচ্যে একটি ‘সর্বাত্মক যুদ্ধ’ হতে চলেছে। কারণ ইসরায়েল প্রতিশোধের বিকল্পগুলো বিবেচনা করছে, তবে এটি প্রতিরোধে আরও কিছু করা দরকার।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য মিত্ররা ইসরায়েল-লেবানন সংঘাতে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানালেও বাইডেন বলেন, তেহরানের হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে বিকল্প নিয়ে আলোচনা করছে।

তার এই মন্তব্য বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ব্যবসায়ীদের সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন করে তুলেছে।

তবে বাইডেন বলেন, “আজ কিছুই হবে না।”ইরানের তেল স্থাপনায় হামলা না চালাতে ইসরায়েলের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন কি না জানতে চাইলে বাইডেন বলেন, তিনি প্রকাশ্যে আলোচনায় বসবেন না।

XS
SM
MD
LG