অ্যাকসেসিবিলিটি লিংক

হিজবুল্লাহঃ নাসরাল্লাহ নিহত হবার পর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার


চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সকালে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত আবাসনের দিকে তাকিয়ে রয়েছেন লেবাননের এক পুলিশ কর্মকর্তা।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সকালে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত আবাসনের দিকে তাকিয়ে রয়েছেন লেবাননের এক পুলিশ কর্মকর্তা।

লেবানন-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি প্রধান বলেছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে তৈরি এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর দীর্ঘকালীন নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর কয়েক দিন পর নাঈম কাসেম টেলিভিশনে এই বিবৃতি দিয়েছেন। ইসরায়েলি হামলার পর এটাই প্রথম কোনও সিনিয়র হিজবুল্লাহ কর্মকর্তার প্রকাশ্য মন্তব্য।

কাসেম বলেছেন, হিজবুল্লাহ যত দ্রুত সম্ভব নতুন নেতার নাম ঘোষণা করবে।

সোমবার সকালে বৈরুতে একটি আবাসন ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় এক বছর আগে ইসরায়েল ও জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই শুরু হওয়ার পর থেকে শহরের মধ্যে কোনও আবাসনে এই প্রথম হামলা চালানো হলো।

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিন নামের একটি ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী বলেছে, সোমবারের হামলায় তাদের কমপক্ষে তিনজন সদস্য মারা গেছে।

সোমবার সকালে এই এলাকায় হামলা নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনও উল্লেখ করেনি, তবে তারা বলেছে, লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে তারা আকাশপথে হামলা চালিয়েছে।

ইসরায়েলি হামলা বৈরুতের আশেপাশে আঘাত হেনেছে যার মধ্যে রয়েছে শুক্রবারের হামলাও। এই হামলায় নাসরাল্লাহ নিহত হন।

ইসরায়েল যেহেতু গাজা ভূখণ্ডে হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে, তাই এই হামলা আঞ্চলিক সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল ব্যারট সোমবার লেবাননে রয়েছেন। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টায় তার এই মিশন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার বিকালে সংবাদদাতাদের বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন। সার্বিক যুদ্ধ এড়ানো যেতে পারে কিনা প্রশ্ন করা হলে বাইডেন বলেন, “এড়াতেই হবে।”

XS
SM
MD
LG