অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহর আরেকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে


হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের উপপ্রধান নাবিল কাউক, যাকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। ফটোঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪।
হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের উপপ্রধান নাবিল কাউক, যাকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। ফটোঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪।

ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার বলেছে, তারা একটি বিমান হামলায় হিজবুল্লাহর আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে। লেবাননের গোষ্ঠীটি এখনও গত কয়েকটি ধ্বংসাত্মক আঘাত এবং তাদের সামগ্রিক নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার রেশ কাটিয়ে উঠার আগেই এই ঘটনাটি ঘটে।

সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের উপপ্রধান নাবিল কাউক শনিবার নিহত হয়েছেন। হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে কোনোও মন্তব্য করেনি, এবং কোথায় হামলাটি হয়েছে তাও জানা যায়নি।

সাম্প্রতিক সপ্তাহে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এদের মধ্যে গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা সদস্যরাও রয়েছেন যারা কয়েক দশক ধরে মৃত্যু বা আটক এড়িয়ে গিয়েছেন এবং নাসরুল্লাহর ঘনিষ্ঠ ছিলেন।

হিজবুল্লাহকে তাদের পেজার এবং ওয়াকি-টকির মাধ্যমে একটি অত্যাধুনিক হামলার লক্ষ্যবস্তু করা হয়। এ হামলায় ব্যাপকভাবে ইসরায়েলকে দায়ী করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, লেবাননের বড় অংশ জুড়ে ইসরায়েলের কয়েকটি ধাপে বিমান হামলার ১৫৬ জন নারী এবং ৮৭ জন শিশু সহ কমপক্ষে ১,০৩০ জন নিহত হয়েছে।

সাম্প্রতিক হামলায় লেবাননে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে। পরিবেশ মন্ত্রী নাসের ইয়াসিন দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সরকার অনুমান করেছে যে প্রায় ২৫০,০০০জন আশ্রয়কেন্দ্রে রয়েছে, আর তিন থেকে চার গুণ বেশি মানুষ বন্ধু বা আত্মীয়দের সাথে বা রাস্তায় ক্যাম্পিং করে থাকছে।

লেবাননের রাজধানী বৈরুতে যেখানে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়, সেখানে একজন নারী পবিত্র কোরান পাঠ করছেন। ফটোঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪।
লেবাননের রাজধানী বৈরুতে যেখানে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়, সেখানে একজন নারী পবিত্র কোরান পাঠ করছেন। ফটোঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪।

হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। কিন্তু , এর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে বা খোলা জায়গায় গিয়ে পড়েছে। ফলে, অল্প কিছু হতাহতের ঘটনা ঘটেছে এবং শুধুমাত্র বিক্ষিপ্ত ক্ষতি হয়েছে।

কাউক ১৯৮০-এর দশক থেকে হিজবুল্লাহর একজন অভিজ্ঞসদস্য ছিলেন এবং ২০০৬ সালে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি প্রায়শই স্থানীয় গণমাধ্যমে আসতেন এবং রাজনীতি এবং নিরাপত্তাজনিত ঘটনা নিয়ে মন্তব্য করতেন। তিনি সিনিয়র হিজবুল্লাহ সদস্যদের জানাজায় তাদের জীবনযাত্রা নিয়ে প্রশংসাত্মক স্তুতি করতেন। যুক্তরাষ্ট্র ২০২০ সালে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

গাজায় ৭ অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধ শুরু হলে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ শুরু করে। হিজবুল্লাহ এবং হামাস হল মিত্র যারা নিজেদেরকে ইসরায়েলের বিরুদ্ধে ইরান সমর্থিত "প্রতিরোধের অক্ষ" এর অংশ বলে মনে করে।

জবাবে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে, এবং সংঘাতটি ক্রমাগতভাবে পুরোদমে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ফলে অঞ্চল-ব্যাপী বিশাল দাবানলের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ইসরায়েল বলেছে, তারা তাদের প্রায় ৬০,০০০ নাগরিককে এক বছর আগে উচ্ছেদ করা উত্তরের এলাকাগুলিতে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। হিজবুল্লাহ বলেছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা তার রকেট নিক্ষেপ বন্ধ করবে না।

কিন্তু, যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের নেতৃত্বে ইসরায়েল এবং হামাসের মধ্যে কয়েক মাস পরোক্ষ আলোচনা সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে কোনও অগ্রগতি হয়নি।

XS
SM
MD
LG