ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্য আটটি দেশ ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বৃহস্পতিবার ইসরায়েল-লেবানন সীমান্তে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ কাটজ বলেন, “বিজয় না আসা পর্যন্ত এবং উত্তরের বাসিন্দারা তাদের বাড়িঘরে নিরাপদে প্রত্যাবর্তন না করা পর্যন্ত আমরা আমাদের সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।”
এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা লেবাননের রাজধানী বৈরুতে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রাজধানীর দক্ষিণ শহরতলিতে ধোঁয়া উঠতে দেখা গেছে। সেটি হিজবুল্লাহর কেন্দ্র বলে বিবেচিত।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিনি যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেননি এবং তিনি ইসরায়েলি সামরিক বাহিনীকে ‘পূর্ণ শক্তি দিয়ে’ লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার ইসরায়েলের সেনাপ্রধান বলেন, তার সেনাদের লেবাননে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকা উচিত। কারণ ইসরায়েলি জঙ্গি বিমানগুলো টানা তৃতীয় দিনের মতো হিজবুল্লাহর জঙ্গি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে। জঙ্গিরা তেল আবিবের কাছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইসরায়েল গুলি করে ভূপাতিত করেছে।
লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছেন।
তারা কেবল হিজবুল্লাহ জঙ্গি ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে বলে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করে তিনি উল্লেখ করেন, দেশের হাসপাতালগুলোতে হতাহতের সংখ্যায় উপচে পড়েছে। মিকাতি নিরপত্তা পরিষদে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করেছেন।
ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, তার সরকার পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না এবং কূটনৈতিক সমাধানের জন্য রাজি। ড্যানি ড্যানন বলেন, ইসরায়েল কেবল তাই করছে যা অন্য কোনো দেশ তাদের নাগরিকরা হুমকির মুখে পড়লে করবে।
ওয়াশিংটনে সামরিক কর্মকর্তারা জোর দিয়ে বলেন, এখনো কূটনীতি ও উত্তেজনা প্রশমনের সময় আছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, লড়াই, ভুল হিসাব এবং ভুল পদক্ষেপের সাথে মিলিত হয়ে আরও বড় আরও বিপজ্জনক সংঘাত সংঘটিত হতে পারে।
ভয়েস অফ আমেরিকার জাতিসংঘ প্রতিনিধি মার্গারিট বেশির এবং জাতীয় নিরাপত্তা প্রতিনিধি জেফ শেল্ডিন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।