অ্যাকসেসিবিলিটি লিংক

হেজবোল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করলো ইসরায়েল; হেজবোল্লাহ বলছে মোসাদের সদর দপ্তর ছিল তাদের লক্ষ্য


ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে দেখা গেছে, ইসরায়েলের আয়রন ডোম অ্যান্টি-মিসাইল ডিফেন্স সিস্টেম লেবানন থেকে ছোঁড়া রকেটগুলো প্রতিহত করে। ২৫ সেপ্টেম্বর, ২০২৪।
ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে দেখা গেছে, ইসরায়েলের আয়রন ডোম অ্যান্টি-মিসাইল ডিফেন্স সিস্টেম লেবানন থেকে ছোঁড়া রকেটগুলো প্রতিহত করে। ২৫ সেপ্টেম্বর, ২০২৪।

বুধবার হেজবোল্লাহ বলেছে, তারা তেল আবিবের কাছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেসময় ইসরায়েলি বাহিনী দক্ষিণ ও পূর্ব লেবাননে হেজবোল্লাহর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হেজবোল্লাহর ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ওই ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সতর্ক করতে তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, বুধবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বোমা হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন গোলাবারুদের গুদাম রয়েছে। এতে আরও বলা হয়, হেজবোল্লাহর প্রায় ৪০টি রকেট নিক্ষেপ সনাক্ত করা গেছে, যার মধ্যে কিছু রকেট ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

ইসরায়েল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত বুধবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে।

গাজা ভূখণ্ডে যুদ্ধে ইরান হেজবোল্লাহ এবং হামাস জঙ্গি গোষ্ঠী উভয়েরই সমর্থক।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল আলী খামেনেয়ী বলেন, হেজবোল্লাহর শীর্ষ কমান্ডারদের হত্যা হেজবোল্লাহকে নতজানু করতে পারবে না।

ইসরায়েল জানায়, মঙ্গলবার বৈরুতের শহরতলীতে তাদের এক হামলায় ইব্রাহিম মুহাম্মদ কোবেইসি নিহত হয়েছেন। ইসরায়েল হেজবোল্লাহর এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার হিসেবে এই গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তত্ত্বাবধান করতেন।

এই সংঘাতের কারণে কিছু দেশের সরকার তাদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তারা তার বিদ্যমান বাহিনী বৃদ্ধির জন্য এই অঞ্চলে আরও সেনা পাঠাচ্ছে। অন্যদিকে ব্রিটেন বলেছে, লেবানন থেকে তার নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতির জন্য বুধবার তাদের ৭০০ সেনা সাইপ্রাসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন, “এই উত্তেজনা দেখে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত। লেবানন খাদের কিনারায় রয়েছে। লেবাননের জনগণ, ইসরায়েলের জনগণ এবং বিশ্বের জনগণ লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না।”

XS
SM
MD
LG