অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসী অনুপ্রবেশের হার কমেছে, বলছে হোয়াইট হাউস


গুয়াতেমালার পলা মেক্সিকোর তিহুয়ানাতে যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন কর্মীদের সাথে কথা বলছেন , ১১ মে, ২০২৩।
গুয়াতেমালার পলা মেক্সিকোর তিহুয়ানাতে যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন কর্মীদের সাথে কথা বলছেন , ১১ মে, ২০২৩।

প্রেসিডেন্ট জো বাইডেন অভিবাসন আইন প্রয়োগকে জোরদার করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশ জারি করার পর, এই সপ্তাহে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাসের কথা জানায়।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাঞ্জেলো ফার্নান্দেজ হার্নান্দেজ সোমবার এক বিবৃতিতে লিখেন, আগস্টে অভিবাসন প্রত্যাশীদের সীমান্তে প্রবেশের ঘটনা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বাইডেনের ৪ জুনের নির্বাহী আদেশের পর থেকে সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অনুসারে, আগস্ট মাসে দক্ষিণাঞ্চলের সীমান্তে প্রবেশ বন্দরগুলিতে প্রায় ৫৮,০০০ অভিবাসী হাজির হন। এই সংখ্যা ২০২৩ সালের আগস্ট মাসের ১৮১,০০০ অভিবাসী থেকে প্রায় ৬৮ শতাংশ কম।

দক্ষিণাঞ্চলের সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের মোট সংখ্যা ছিল প্রায় ৬৩,০০০। এই সংখ্যার মধ্যে প্রায় ৫,০০০ অভিবাসী সিবিপি ওয়ান নিবন্ধন ছাড়াই প্রবেশ বন্দরে আসেন।

সিবিপি ওয়ান হল একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে অভিবাসীরা অবৈধভাবে অতিক্রম করার পরিবর্তে প্রবেশ বন্দরে সাক্ষাতের সময় নির্ধারণ করতে পারে। যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্মকর্তারা বলেন, অ্যাপটি সীমান্ত প্রক্রিয়া সুবিধাজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগস্টে, সিবিপি ওয়ান ব্যবহার করে প্রায় ৪৪,৭০০ জনের আশ্রয়ব্যবস্থা প্রক্রিয়া করা হয়। ২০২৩ সালের জানুয়ারীতে অ্যাপটি চালু হওয়ার পর থেকে ৮১৩,০০০ জনেরও বেশি মানুষ সাক্ষাতের সময় নির্ধারিত করেছে।

যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্মকর্তারা আরও বলেন, জুনের কার্যনির্বাহী পদক্ষেপ অভিবাসী অপসারণ প্রক্রিয়া বৃদ্ধির দিকে পরিচালিত করে। জুন থেকে ১৩১,০০০ জনেরও বেশি মানুষকে ১৪০টিরও বেশি দেশে নির্বাসিত করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রায় ৪০০টি আন্তর্জাতিক প্রত্যাবাসন ফ্লাইট চলাচল করেছে।

XS
SM
MD
LG