অ্যাকসেসিবিলিটি লিংক

লুৎফে সিদ্দিকী প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত হলেন


আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি উপদেষ্টার মর্যাদার সমতুল্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং লন্ডন স্কুল অফ ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতকোত্তর করেন।

তিনি বর্তমানে এলএসইয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে আছেন। একই সঙ্গে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অ্যাডজাঙ্কট প্রফেসর।

২০০৯ সাল থেকে বাংলাদেশ সরকার তাঁকে সিআইপি হিসেবে মনোনীত করেছে।

XS
SM
MD
LG