অ্যাকসেসিবিলিটি লিংক

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা, শিগগিরই পাঠানো হবে দেশে


সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রয়টার্স ফাইল ছবি।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রয়টার্স ফাইল ছবি।

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্টে দণ্ডিত ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রেসিডেন্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি দণ্ডাদেশ বাস্তবায়ন স্থগিত এবং নির্বাসন প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন।

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমিরাত জুড়ে গত মাসের বিক্ষোভ ও ঝামেলায় জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার আদেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের মধ্যে দোষীদের শাস্তি বাতিল এবং তাদের নিজ দেশে ফিরে যাবার ব্যবস্থা করা অন্তর্ভুক্ত রয়েছে।

জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল করার অভিযোগে তিন বাংলাদেশিকে যাবজ্জীবনসহ অর্ধশতাধিক বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত।

এবছরের ২২ জুলাই ৫৩ বাংলাদেশি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয় আবুধাবির রাষ্ট্রীয় আপিল আদালত।

XS
SM
MD
LG