অ্যাকসেসিবিলিটি লিংক

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার পদ্ধতি নির্ধারণে ৫ সদস্যের কমিটি


বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে
বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে

সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিতে এনবিআরের একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, কম্পোটলার অ্যান্ড অডিটর জেনারেলের একজন প্রতিনিধি রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব এই কমিটির সদস্য সচিব থাকবেন।

সচিব আরও বলেন, "...সম্পদের হিসাব বছরে একবার দিতে হবে। হয় পহেলা জানুয়ারি না হয় পহেলা জুলাই সম্পদের হিসাব দিতে হবে।"

সম্পদের হিসাব নেওয়ার বিষয়ে অনেকেই এরইমধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে বলে জানান তিনি।

এছাড়াও ডিসিদের ফিট লিস্ট প্রণয়নের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, যে জায়গাগুলো (২৫ জেলা) থেকে ডিসিদের প্রত্যাহার করা হয়েছে সেখানে এক সপ্তাহের মধ্যে নতুন করে ডিসি প্রধান করা হবে।

উপদেষ্টাদের হিসাব দিতে হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, "এ টু জেড হিসাব দিতে হবে। আমাকে দিয়ে শুরু হবে, আমার যে সম্পদ আমার একটা লোনের গাড়ি ছাড়া আর কিছু নেই। সরকারি বেতন খায় এমন সবাইকে হিসাব দিতে হবে।"

XS
SM
MD
LG