অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানের তৃতীয় দিনে বিমান হামলা


পূর্ব দেইর আল-বালাহে ইসরায়েলি বোমাবর্ষণের পর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন ফিলিস্তিনিরা। ২৯ আগস্ট, ২০২৪।
পূর্ব দেইর আল-বালাহে ইসরায়েলি বোমাবর্ষণের পর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন ফিলিস্তিনিরা। ২৯ আগস্ট, ২০২৪।

অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের বিশাল মাত্রার সামরিক অভিযান তৃতীয় দিনে পা দিলো। উভয় পক্ষই জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ১৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

গাজায় যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে এবং মানবিক কার্যক্রম ও অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে। এরই মধ্যে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, “আমাদের প্রাথমিক মানবিকতার কী হলো?”

জাতিসংঘ সতর্ক করেছে, বুধবার ভোরে পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান এই ভূখণ্ডের “ইতোমধ্যেই বিস্ফোরক পরিস্থিতিতে ইন্ধন জোগাচ্ছে” এবং এই যুদ্ধ শেষ করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস অঙ্গীকার করেছেন, তিনি যদি নভেম্বরে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন তাহলে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের ওয়াশিংটনের নীতিকে তিনি পরিবর্তন করবেন না। তবে, তিনি জোর দিয়েছেন, “এই যুদ্ধ শেষ” করার সময় এসেছে।

পশ্চিম তীরের উত্তরাঞ্চল বরাবর একাধিক শহর ও শরণার্থী শিবিরগুলিতে তাদের হানাকে ইসরায়েল “সন্ত্রাসবাদ মোকাবেলা” অভিযান বলে অভিহিত করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সুনিশ্চিত করেছে, বুধবার থেকে ইসরায়েলি বাহিনীর হানায় কমপক্ষে ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, শুক্রবার ভোরে জেনিন শহরের কাছে তাদের “বিমান এক সন্ত্রাসী স্থাপনায় আঘাত হেনেছে।” তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি।

ইসরায়েলি সৈন্যদের পশ্চিম তীরের অন্যান্য শহর থেকে বৃহস্পতিবার দিনের পরের দিকে ফিরিয়ে আনা হয়েছে, তবে দীর্ঘদিনের জঙ্গি ক্রিয়াকলাপের কেন্দ্র জেনিনের আশেপাশে লড়াই অব্যাহত ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, টিকা অভিযানকে সহজতর করতে গাজার নানা অংশে অন্তত তিন দিনের জন্য “মানবিক যুদ্ধবিরতি”তে সম্মত হয়েছে ইসরায়েলে। এই বিরতি শুরু হচ্ছে রবিবার থেকে। উল্লেখ্য, এই ভূখণ্ডে গত ২৫ বছরে প্রথম পোলিও-র ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

এই যুদ্ধ গাজাকে বিধ্বস্ত করে দিয়েছে। এই ভূখণ্ডের ২৪ লক্ষ মানুষ বারবার বাস্তুচ্যুত হয়েছেন এবং এই অঞ্চলে এক মানবিক সংকট দেখা দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আগের এলাকা খালি করার নির্দেশিকা সংশোধন করার পর গাজার মধ্যাঞ্চলে দেইর আল-বালাহের নানা অংশে কিছু ফিলিস্তিনি ফিরে এসেছেন।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG