অ্যাকসেসিবিলিটি লিংক

দীপু মনিসহ সাবেক ৮ মন্ত্রী ও ৬ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা


বাংলাদেশের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
বাংলাদেশের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার এক আদালত বৃহস্পতিবার (২৯ অগাস্ট) সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের (এমপি) বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে।

দুদক-এর উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন - সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিন, মামুনুর রশীদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নূর-ই-আলম চৌধুরী লিটন ও জিয়াউর রহমান।

দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

তিনি আবেদনে উল্লেখ করেন, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা যারা "দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন", তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন, তিনি বলেন।

দুদক আদালতকে জানায়, তারা সবাই "অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জন" করেছেন বলে যে অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত চলছে।

বিচারক আদেশের একটি অনুলিপি পরবর্তী পদক্ষেপের জন্য বিশেষ শাখার পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।

XS
SM
MD
LG