অ্যাকসেসিবিলিটি লিংক

সালমান রহমানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ বিএফআইইউর


সালমান এফ রহমান।
সালমান এফ রহমান।

সালমান এফ রহমান এবং তাঁর ছেলে ও পুত্রবধূর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য এসব ব্যক্তিগত হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

এ ছাড়াও, চিঠি পাঠানোর পাঁচ কার্যদিবসের মধ্যে এসব হিসাবের হালনাগাদ তথ্য জানানোর অনুরোধ জানানো হয়েছে।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ অগাস্ট গ্রেপ্তার হন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপে যেসব ব্যাংকের বিপুল অর্থ গিয়েছে তার মধ্যে একটি হলো জনতা ব্যাংক।

সম্প্রতি ঋণ অনিয়মের কারণে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন সালমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান।

XS
SM
MD
LG