ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার (২৬ অগাস্ট) বলেছেন, তিনি টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলাপকালে বাংলাদেশের প্রসঙ্গ, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন।
“আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করে শীঘ্রই বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনের উপর জোর দিয়েছি,” মোদী সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় জানিয়েছেন।
মোদীই আরও বলেন, তিনি এবং প্রেসিডেন্ট বাইডেন বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের অবস্থান তুলে ধরেন।
“শীঘ্রই শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপেরে ভারতের পূর্ণ সমর্থনের কথা আমি পুনরায় ব্যক্ত করি,” বলেন মোদী।
ভারতের প্রধানমন্ত্রী গত শুক্রবার (২৩ অগাস্ট) কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকির সাথে দেখা করেন। ধারনা করা হচ্ছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধের অবসান ঘটাতে মোদী মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে ইচ্ছুক।