অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতাকারীদের চাপ অব্যাহত


তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত তিনজন ফিলিস্তিনির শেষকৃত্যের সময় বন্দুকধারীরা গুলি চালায়। ২২ আগস্ট, ২০২৪।
তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত তিনজন ফিলিস্তিনির শেষকৃত্যের সময় বন্দুকধারীরা গুলি চালায়। ২২ আগস্ট, ২০২৪।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি শুক্রবার গাজার মধ্যাঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের ধারণ করা একটি ভিডিওতে পূর্ব দেইর আল-বালাহর কাছে ভারী অস্ত্র ও মেশিনগানের গুলির শব্দ শোনা গেছে, রাস্তাগুলো প্রায় জনশূন্য ছিল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাসসাল রিপোর্ট করেছে যে, এর আগের দিন গাজা উপত্যকা জুড়ে উত্তর গাজা সিটি এবং দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক হামলায় ২৪ জন নিহত হয়েছে।

হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানালেও কতজন আহত হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার মধ্য ও দক্ষিণাঞ্চলীয় গাজা ভূখণ্ডে সংঘর্ষে তারা ‘কয়েক ডজন’ জঙ্গিকে হত্যা করেছে। এতে বলা হয়, গত সপ্তাহে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের যেসব এলাকা থেকে ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে খান ইউনিসের সেসব এলাকায় হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনী খান ইউনিস এলাকায় সামরিক পোস্ট, অস্ত্র সংরক্ষণাগার এবং লঞ্চ সাইটসহ গাজা ভূখণ্ড জুড়ে প্রায় ৩০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানায় সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG