অ্যাকসেসিবিলিটি লিংক

গুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল


আওয়ামী লীগ শাসনামলে সরকারি সংস্থাগুলি যেসব ব্যক্তিকে গুম করেছে বলে অভিযোগ রয়েছে, তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ স্বজনদের ছবি ও ব্যানার হাতে ঢাকার শহীদ মিনারের সামনে জড়ো হন। রয়টার্স ফাইল ছবি, ১১ আগস্ট, ২০২৪।
আওয়ামী লীগ শাসনামলে সরকারি সংস্থাগুলি যেসব ব্যক্তিকে গুম করেছে বলে অভিযোগ রয়েছে, তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ স্বজনদের ছবি ও ব্যানার হাতে ঢাকার শহীদ মিনারের সামনে জড়ো হন। রয়টার্স ফাইল ছবি, ১১ আগস্ট, ২০২৪।

গুম থেকে নাগরিকদের রক্ষা করতে সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে শিগগিরই সই করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ অগাস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূতের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ অগাস্টের আগেই এ চুক্তি সই হতে পারে।…অন্তর্বর্তী সরকার গুমের প্রতিটি ঘটনার তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুমের ঘটনা খতিয়ে দেখতে একটি কমিশন গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

শফিকুল আলম বলেন, শিগগিরই একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, জোরপূর্বক গুম হওয়া থেকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন (আইসিপিপিইডি) জাতিসংঘের একটি আন্তর্জাতিক মানবাধিকার সনদ। জোরপূর্বক গুম মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত করা হয়েছে। কনভেনশনটি ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ২০১০ সালের ২৩ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়েছে।

XS
SM
MD
LG