প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প যদি ৫ নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হেরে যান তাহলে যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে তার সংশয় রয়েছে।
সিবিএস নিউজে এক সাক্ষাৎকারে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে বলে তিনি মনে করেন কিনা। এর উত্তরে তিনি বলেন, “যদি ট্রাম্প হেরে যান, তাহলে আমি একেবারেই সুনিশ্চিত নই।”
বাইডেন আরও যোগ করেন, “তিনি যা বলেন তাই করেন। আমরা তাকে সিরিয়াসলি নিই না। তিনি সেটাই বলতে চেয়েছেন। আমরা যদি হেরে যাই তাহলে রক্তগঙ্গা বইবে।”
মার্চ মাসে ওহাইয়োতে এক প্রচারসভায় ট্রাম্প সতর্ক করেছিলেন, তিনি যদি নির্বাচনে পরাজিত হন তাহলে “রক্তগঙ্গা” বইবে। সেই সময় বিদেশী প্রতিযোগিতা থেকে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পকে রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে তিনি আলোচনা করেছিলেন; এবং ট্রাম্প পরে বলেছিলেন, ঐ কথাটি তিনি গাড়ি শিল্পের প্রসঙ্গেই বলেছেন।
ট্রাম্প মিথ্যা দাবি করেছেন যে বাইডেনের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন এবং ওয়াশিংটন ও জর্জিয়ায় ফলাফল অবৈধভাবে বদলানোর চেষ্টার জন্য তাকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছের
ট্রাম্পের সাথে বিতর্কে দুর্বল উপস্থাপনার পর ডেমোক্র্যাটরা বাইডেনকে নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানোর পর গত মাসে প্রচারণা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সেই বিতর্কসভায় হোঁচট খাওয়ার পর ডেমোক্রেটিক প্রেসিডেন্টের বয়স ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল।
তারপর বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ডেমোক্রেটিক মনোনয়ন গ্রহণ করেন এবং ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে রয়েছেন।