অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েল-হিজবুল্লাহ উত্তেজনার মাঝে অনেক দেশ নিজ নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে


বৈরুতের রাফিক আল-হারিরি আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীরা ফলাইতের
বৈরুতের রাফিক আল-হারিরি আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীরা ফলাইতের

বিদেশী নাগরিকদের জরুরি ভিত্তিতে লেবানন ছাড়ার ডাক রবিবার আরও জোরদার হয়েছে। ফ্রান্স পরিস্থিতিকে “তীব্র ভঙ্গুর” বলে সতর্কও করেছে, যখন উচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তিকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান ও তার মিত্ররা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলে রাতের মধ্যে একগুচ্ছ রকেট নিক্ষেপ করেছে। গত বছর ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলি-বিনিময় হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যার বেশিরভাগকেই প্রতিহত করা গিয়েছে।

যে সব দেশের সরকার সর্বসম্প্রতি তাদের নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান জানিয়েছে তাদের মধ্যে রয়েছে ফ্রান্স, কানাডা ও জর্ডান।

প্যারিসে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “তীব্র ভঙ্গুর নিরাপত্তাগত প্রেক্ষিতে” ফ্রান্সের নাগরিকদের লেবানন-যাত্রা এড়াতে এবং যারা ইতোমধ্যে সে দেশে রয়েছেন তাদের “জিনিসপত্র গুছিয়ে—যত দ্রুত সম্ভব—সে দেশ ত্যাগ করতে অনুরোধ করা হয়েছে।”

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও অনুরূপ সতর্কতা জারি করেছে।

A view shows Beirut-Rafic Al Hariri International Airport, as seen from Deir Qoubil
লেবাননের দেইর কুবিল এলাকা থেকে তোলা ছবিতে বৈরুত-রাফিক আল হারিরি আন্তর্জাতিক বিমান বন্দর দেখা যাচ্ছে। ফটোঃ ৪ অগাস্ট, ২০২৪।

বেশ কয়েকটি পশ্চিমা বিমান সংস্থা এই এলাকায় উড়ান বাতিল করেছে। কাতার এয়ারওয়েজ রবিবার বলেছে, “লেবাননে সাম্প্রতিক ঘটনার আলোকে” দোহা-বৈরুত রুট অন্তত সোমবার পর্যন্ত “শুধুমাত্র দিনের বেলায় চালু থাকবে।”

বৈরুতে হিজবুল্লাহের সামরিক প্রধানকে ইসরায়েল হত্যার কয়েক ঘন্টা পর তেহরানে বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়ের হত্যার ফলে ইরান ও তেহরানের সাহায্যপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলির তথাকথিত “প্রতিরোধী অক্ষ” প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে।

হামাস, ইরান ও অন্যান্যদের অভিযোগ, ইসরায়েল হামলা চালিয়ে হানিয়েকে হত্যা করেছে। তবে, ইসরায়েল সরাসরি এ নিয়ে মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের ভূমিকা

ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের রক্ষা করতে ও ইসরায়েলকে সুরক্ষা দিতে তারা এই অঞ্চলে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠাবে। বিশ্লেষকরা এএফপি-কে বলেছেন, ইরান ও তাদের মিত্র দেশগুলির দিক থেকে যৌথ, তবে পরিমিত পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তেহরান বলেছে, ইসরায়েলের অনেক ভিতরে হিজবুল্লাহ আঘাত হানতে পারে বলে তারা ধারণা করছে এবং এই হামলা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আর সীমাবদ্ধ থাকবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সংবাদদাতারা প্রশ্ন করেছিলেন যে, তিনি কি মনে করেন ইরান সরে দাঁড়াবে? এর উত্তরে তিনি বলেন, “আমি তেমনটাই আশা করি। আমি জানি না।”

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তেহরান সফর করবেন বলে তার মন্ত্রণালয় রবিবার জানিয়েছে।

হিজবুল্লাহ ও হামাস-সহ তেহরান-সম্পৃক্ত একাধিক সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে বড় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে অনুমান করে ইসরায়েল চূড়ান্ত সতর্ক রয়েছে এরই মধ্যে চিকিৎসক ও পুলিশ জানিয়েছেন, তেল আবিবের উপকণ্ঠে রবিবার ছুরিকাঘাত করে দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

আততায়ী অধিকৃত পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি। পুলিশ তাকে “নিরস্ত” করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে, হামাস-শাসিত অবরুদ্ধ ভূখণ্ডের প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল গাজা ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং প্রায় দশ মাস ধরে চলমান এই যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

XS
SM
MD
LG