অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াবার পর রিপাবলিকানরা তাঁর পদত্যাগ দাবী করছে


প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী মঞ্চ থেকে বিদায় নিলেন। ফাইল ফটোঃ ১১ জুলাই, ২০২৪।
প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী মঞ্চ থেকে বিদায় নিলেন। ফাইল ফটোঃ ১১ জুলাই, ২০২৪।

জো বাইডেন নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প বাইডেনকে পদত্যাগ করার জন্য দাবি জানান।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে, যেখানে তার নতুন করে তহবিল সংগ্রহের উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে, ট্রাম্প বলেন, “কুটিল জো বাইডেন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য ছিলেন না। এবং তিনি দায়িত্ব পালনের জন্য অবশ্যই যোগ্য নন এবং কখনও ছিলেন না!"

ট্রাম্প বাইডেনকে “আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট” আখ্যা দিয়ে বলেন, “বাইডেন সম্পূর্ণ ন্যাক্কারজনকভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।"

হাউস স্পিকার মাইক জনসন এবং ট্রাম্পের অনুগত অন্যান্য রিপাবলিকান আইন প্রণেতারা ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করেন।

"জো বাইডেন যদি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য না হন, তাহলে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনেও যোগ্য নন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে," জনসন এক বিবৃতিতে মন্তব্য করেন।

রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ভাষণ দিচ্ছেন হাউস স্পিকার মাইক জনসন। ফটোঃ ১৬ জুলাই, ২০২৪।
রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ভাষণ দিচ্ছেন হাউস স্পিকার মাইক জনসন। ফটোঃ ১৬ জুলাই, ২০২৪।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক বলেন, “জো বাইডেন যদি পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য অদক্ষ ও অযোগ্য। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত।"

"ডেমোক্র্যাটিক পার্টি যদি জো বাইডেনকে পুনর্নির্বাচনের জন্য অযোগ্য মনে করে থাকে, তাহ’লে তিনি অবশ্যই আমাদের পারমাণবিক কোড নিয়ন্ত্রণের অযোগ্য। বাইডেনকে অবিলম্বে ক্ষমতা ত্যাগ করতে হবে," হাউস মেজরিটি হুইপ টম এমার সামাজিক মাধ্যমে বলেছেন।

বাইপার্টিসান পলিসি সেন্টারের স্ট্রাকচারাল ডেমোক্রেসির পরিচালক মাইকেল থর্নিং বলছেন, আইনগতভাবে বাইডেনের পদত্যাগের জন্য রিপাবলিকানদের দাবির কোনো গুরুত্ব নেই। মেয়াদপূর্ণের বাকি সময়টা দায়িত্ব পালনের কর্তৃত্ব প্রেসিডেন্টের রয়েছে।

ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, “কোনো সাংবিধানিক বিধি নেই যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্টকে পুননির্বাচন করতে হবে।”

রিপাবলিকানদের এই দাবির প্রেক্ষিতে মন্তব্য করার জন্য ভয়েস অব আমেরিকার হোয়াইট হাউসকে অনুরোধ জানালেও তাদের থেকে কোন সাড়া পাওয়া যায় নি।

প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সেনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার। ফাইল ফটোঃ ২ মার্চ, ২০২৩।
প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সেনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার। ফাইল ফটোঃ ২ মার্চ, ২০২৩।

ডেমোক্র্যাটরা প্রশংসায় উচ্ছ্বসিত

রিপাবলিকানরা যে বাইডেনের পদত্যাগের আহ্বান জানিয়েছে সে সম্পর্কে সোমবার সকাল পর্যন্ত ডেমোক্র্যাট নেতাদের থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বাইডেনে যে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন তার প্রতিক্রিয়ায় তারা প্রেসিডেন্টের কর্মদক্ষতার রেকর্ড এবং কর্মজীবনের প্রশংসা করেছেন।

সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেন, “জো বাইডেন কেবলমাত্র একজন মহান প্রেসিডেন্ট ও মহান আইনপ্রণেতাই নন, তিনি সত্যিকার অর্থেই একজন চমৎকার মানুষ। অবশ্যই তার সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু তিনি আবারও তার দেশ, দল এবং আমাদের ভবিষ্যতকে অগ্রাধিকার দিয়েছেন।

এক বিবৃতিতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বাইডেনকে “আমেরিকার ইতিহাসের অন্যতম সফল ও উল্লেখযোগ্য নেতা” বলে অভিহিত করেছেন।

প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বেশ কয়েকজন আইনপ্রণেতার মধ্যে একজন যিনি বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেছেন। পেলোসি বাইডেনকে “দেশপ্রেমিক আমেরিকান, যার কাছে দেশ হচ্ছে সর্ব প্রথম সবসময়ের জন্য” বলে অভিহিত করেছেন।

"তার দূরদর্শিতা, মূল্যবোধ ও নেতৃত্ব তাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টদের একজন করে তুলেছে।

বারাক ওবামা এবং জো বাইডেন ২০০৮ সালের নির্বাচনে প্রচারণার সময় ফ্লোরিডায়। ফাইল ফটোঃ ২৯ অক্টোবর, ২০০৮।
বারাক ওবামা এবং জো বাইডেন ২০০৮ সালের নির্বাচনে প্রচারণার সময় ফ্লোরিডায়। ফাইল ফটোঃ ২৯ অক্টোবর, ২০০৮।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, বাইডেনের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এটাই মনে করিয়ে দিচ্ছে যে, “ তিনি হলেন সর্বোচ্চ পর্যায়ের একজন দেশপ্রেমিক।”

ওবামা বলেন, “জো এই নির্বাচনকে যে কারও চেয়ে ভালো বোঝেনম - তিনি সারা জীবন ধরে যার জন্য লড়াই করেছেন এবং ডেমোক্র্যাটিক পার্টি যেখানে দাঁড়িয়ে আছে তা ঝুঁকিতে পড়বে যদি আমরা ডনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরে আসতে দেই এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে তুলে দেই।"

রাজনীতির খেলা

রিপাবলিকানদের পক্ষ থেকে বাইডেনের পদত্যাগের দাবি যুক্তরাষ্ট্রের রাজনীততে বিভ্রান্তি যোগ করেছে যা ডেমোক্র্যাটদের জন্য এগিয়ে যাওয়ার পথ অনিশ্চিত করে তুলেছে।

তারা “রাজনৈতিক চালচালছে” রিপাবলিকানদের সম্পর্কে বলেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্সের পরিচালক, ল্যারি সাবাতো।

“সাধারণ জ্ঞান আমাদের বলে দেয় যে বাইডেনের দুটি ফুলটাইম কাজ ছিল - প্রেসিডেন্ট হওয়া এবং প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা," ভয়েস অফ আমেরিকাকে সাবাতো বলেন।

“এখন তার একটি পূর্ণসময়ের কাজ রয়েছে এবং তিনি প্রমাণ করেছেন যে এ কাজে তিনি দক্ষ। বাকি কয়েক মাসে তিনি তা করতে পারবেন আর কিছু অসমাপ্ত কাজও সম্পন্ন করতে পারবেন এবং সম্মানের সাথে বিদায় নেবেন।"

বাইডেন রবিবার বিকালে সামাজিক মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে ডেমোক্র্যাটিক দলের পক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থীর পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেছেন, যদিও তিনি পুনর্নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন, তবে তিনি বিশ্বাস করেন যে, “সরে দাঁড়ানো এবং আমার মেয়াদের বাকি সময় প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব পালন করাই হবে আমার দল ও দেশের সর্বোময় স্বার্থে।"

XS
SM
MD
LG