অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলনঃ মোবাইল ফোনের ফোর-জি সেবা চালু, বন্ধ থাকছে সামাজিক মাধ্যম

২০:৫১ ১৯.৭.২০২৪

বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বৃহস্পতিবার দূপুরে তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, "মহাসচিব বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং চলমান সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই সহিংসতায় এক ডজনেরও বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। তিনি সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে সব ধরনের সহিংসতার তদন্ত করা, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং সংলাপের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

মহাসচিব বাংলাদেশে চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের অর্থবহ ও গঠনমূলক অংশগ্রহণকে উৎসাহিত করেন। সহিংসতা কখনো সমাধান হতে পারে না বলে তিনি মনে করেন।"

২২:৫৪ ১৯.৭.২০২৪

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধির জাইসোয়ালঃ

"সে দেশে (বাংলাদেশে) প্রায় সাড়ে আট হাজার ভারতীয় ছাত্র এবং ১৫ হাজার ভারতীয় নাগরিক আছেন।

আমরা একটি ভ্রমণ পরামর্শ প্রকাশ করেছি, যাতে হাই কমিশনের সাথে যোগাযোগ করা এবং আমাদের কাছ থেকে তাদের কোনো সাহায্য লাগলে তারা সেটা পায়।

পররাষ্ট্রমন্ত্রী নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। হাই কমিশন সেখানকার পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দেবে। আমরাও নিয়মিত আপডেট দেবো, আমরা বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পরিবারের সব সদস্যকে যোগাযোগ রাখার আহ্বান জানাচ্ছি।

নিয়মিত আপডেটের জন্য আমাদের ফলো করুন। আমরা আমাদের সব নাগরিককে সম্ভাব্য সব সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

২৩:১২ ১৯.৭.২০২৪

শনিবার থেকে ঢাকার মেট্রোরেল বন্ধ থাকবে

ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে ঢাকার মেট্রোরেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেছেন, জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্তৃপক্ষের এই নির্দেশ বহাল থাকবে।

২৩:৪৭ ১৯.৭.২০২৪

বাংলাদেশে সহিংসতায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্রের বিবৃতি (বৃহস্পতিবার, ১৮ জুলাই)

"বাংলাদেশে বিক্ষোভের জেরে যে সহিংসতা এবং মর্মান্তিক ক্ষতি হয়েছে, তাতে ইইউ অত্যন্ত উদ্বিগ্ন।

আইনের শাসন এবং গণতান্ত্রিক স্বাধীনতার আওতায় আরও সহিংসতা যেন এড়ানো যায় এবং যথাসম্ভব তাড়াতাড়ি যাতে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান করা যায়, তা জরুরি।"

আরও লোড করুন

XS
SM
MD
LG