অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পকে হত্যা চেষ্টার পর কেনেডি জুনিয়রকে রক্ষায় সিক্রেট সার্ভিসকে বাইডেনের নির্দেশ


স্বতন্ত্র প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডে একটি প্রচারণা সভায় কথা বলছেন। ২৭ জুন, ২০২৪।
স্বতন্ত্র প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডে একটি প্রচারণা সভায় কথা বলছেন। ২৭ জুন, ২০২৪।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পর স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে রক্ষার জন্য সিক্রেট সার্ভিসকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

কেনেডির জন্য ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়াই কষ্টকর হয়ে যাবে, প্রেসিডেনসি তো দূরের কথা। তবে তার প্রচারণা কর্মসূচীতে তার বার্তায় আগ্রহী সমর্থক ও মানুষের ভিড় বেড়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো মায়োরকাস বলেন,”গত সপ্তাহান্তের ঘটনার আগে এবং পরে” বাইডেন কেনেডিকে সুরক্ষার নির্দেশ দিয়েছিলেন।

সাধারণ নির্বাচনের ১২০ দিন আগে থেকে প্রধান দলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ও তাদের পরিবারকে সুরক্ষা দিতে সিক্রেট সার্ভিসের আইনি বাধ্যবাধকতা থাকলেও তৃতীয় পক্ষের প্রার্থীদের প্রয়োজনের ভিত্তিতে সুরক্ষা দিয়ে থাকা হয়।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাদের ২০২৪ সালের বাজেট ওভারভিউতে স্বীকার করেছে, প্রার্থীদের সুরক্ষার জন্য সাম্প্রতিক অনুরোধগুলো অতীতের চেয়ে দ্রুত আসছে।

বিখ্যাত একটি নাম এবং অনুসারীসহ কেনেডি ৯০এর দশকের প্রার্থী রস পেরোর পরে যেকোনো তৃতীয় পক্ষের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের চেয়ে ভালো করার সম্ভাবনা রয়েছে। কিন্তু গত ২৭ জুন প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে তিনি অংশ নেননি। বাইডেন এবং ট্রাম্প প্রচারণা উভয়ই আশঙ্কা করেছিলেন যে, কেনেডি জুনিয়র সবকিছু বানচাল করে দিতে পারেন। এই উভয় প্রচারণাই নির্দলীয় বিতর্ক কমিশনকে পাশ কাটিয়ে একটি তফসিল মেনে নিয়েছিলেন, যা মূলত কেনেডিকে বাদ দিয়েছিল।

কেনেডি গত বছর স্বতন্ত্র প্রচারণা শুরু করার আগে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য বাইডেনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাদের যুক্তি, কয়েকটি জাতীয় জরিপে তার তুলনামূলকভাবে শক্তিশালী প্রদর্শন তার প্রার্থিতার সম্ভাবনা বাড়িয়ে তোলে। ২০১৬ সালের প্রেসিডেন্ট ক্যাম্পেইনের সময় পোলগুলোতে নিয়মিতভাবে উদারপন্থী গ্যারি জনসনের সমর্থনকে ৯ বা ১০ শতাংশের মধ্যে ছিল। তবে শেষ পর্যন্ত তিনি দেশব্যাপী প্রায় ৩ শতাংশ ভোট পেয়েছিলেন।

XS
SM
MD
LG