অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনকে আরও ৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হবে, জানালেন বাইডেন


ফাইল ছবি - একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোবাইল লঞ্চার লটন, ওকলার কাছে ফোর্ট সিল আর্মি পোস্টের বাইরে প্রদর্শন করা হচ্ছে। (২১ মার্চ, ২০২৩)
ফাইল ছবি - একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোবাইল লঞ্চার লটন, ওকলার কাছে ফোর্ট সিল আর্মি পোস্টের বাইরে প্রদর্শন করা হচ্ছে। (২১ মার্চ, ২০২৩)

ইউক্রেন তার তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আরও ৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে যার মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং রোমানিয়ার তিনটি অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেটোর ৭৫ তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে এই পাঁচটি প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা দেন।

বার্ষিকীর আয়োজন করা হয়েছে মেলন অডিটোরিয়ামে, যেখানে ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক চুক্তি সাক্ষরের মাধ্যমে এই প্রতিরক্ষামূলক জোট স্থাপন করা হয়।

নেটো শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচির শীর্ষে রয়েছে রাশিয়ার অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সমর্থন।

চতুর্থ প্যাট্রিয়ট ব্যাটারি তৈরির জন্য প্যাট্রিয়ট উপাদানগুলি দান করবে নেদারল্যান্ডস এবং অন্যান্য অংশীদাররা। আর অনুদান হিসেবে ইতালি দিচ্ছে একটি অতিরিক্ত এসএএমপি-টি সিস্টেম।

গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছিলেন রাশিয়ার হামলা মোকাবেলায় তাদের ন্যূনতম সাতটি প্যাট্রিয়ট বা অন্যান্য উচ্চমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

নেটো মিত্ররা বলছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য ইউক্রেনের সাথে কাজ করছে। তাছাড়া, এই বছরের শেষের দিকে আরও কিছু আকাশ প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত ঘোষনার জন্যও প্রস্তুতি নিচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রের দু’জন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মঙ্গলবার ঘোষিত অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি এবং এটিএসিএমএস নামে পরিচিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের একাধিক রাউন্ড সহ তাদের নিজস্ব মজুদ থেকে শত শত মিলিয়ন ডলারের সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করেছে।

কয়েক মাস বিলম্ব করার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইউক্রেনের জন্য নতুন সাহায্য অনুমোদন করার পর এই সরঞ্জাম পাঠানো হয়।

XS
SM
MD
LG