অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত, আহত ২৫ জন


ভারতের পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে যাত্রাবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনের বগিতে একটি মালগাড়ি ধাক্কা মারার পর উদ্ধারকাজ চলছে। ফটোঃ ১৭ জুন, ২০২৪।
ভারতের পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে যাত্রাবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনের বগিতে একটি মালগাড়ি ধাক্কা মারার পর উদ্ধারকাজ চলছে। ফটোঃ ১৭ জুন, ২০২৪।

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার একটি মালবাহী ট্রেন একটি যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা দিলে কমপক্ষে ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। উদ্ধারকাজ চলছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে বলেছেন, ডাক্তার, বিপর্যয় মোকাবিলা দল ও অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কাছে এই ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।”

উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র সব্যসাচী দে বলেন, নিহত আটজনের মধ্যে তিনজনই রেলওয়ের কর্মকর্তা। নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ঘটা এই ট্রেন-সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

টেলিভিশন চ্যানেলগুলি দেখিয়েছে, যাত্রীবাহী ট্রেনের পিছন দিকে সজোরে এসে ধাক্কা মারে মালবাহী ট্রেনটি এবং এর ফলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উপরে উঠে গেছে। ঝাঁকে ঝাঁকে মানুষ হাজির হয় অকুস্থলে। যেখানে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে সেখানে অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

কী কারণে দুটি ট্রেনের মধ্যে ধাক্কা লাগল তা এখনও স্পষ্ট নয়।

দৈনিক চলাচলকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যকে উত্তর-পূর্বের অন্যান্য শহরের সঙ্গে যুক্ত করেছে। দার্জিলিং-এর পাহাড়ি স্টেশনে ভ্রমণার্থী পর্যটকরা প্রায়শই এই ট্রেন ব্যবহার করেন। এই সময়টা দার্জিলিং পর্যটকদের প্রিয় গন্তব্য কারণ ভারতের বেশ কয়েকটি শহর গ্রীষ্মের দাবদাহে ঝলসে যাচ্ছে।

গোটা ভারতজুড়ে দৈনিক ১২০ কোটির বেশি মানুষ ১৪ হাজারের বেশি ট্রেনে যাতায়াত করে। ভারতে ৬৪ হাজার কিলোমিটার রেলপথ আছে। রেল-নিরপত্তা উন্নত করতে সরকারি উদ্যোগ সত্ত্বেও ভারতে প্রতি বছর কয়েকশো রেল দুর্ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ভুলত্রুটি বা মেয়াদোত্তীর্ণ সিগনাল ব্যবস্থাকে দায়ী করা হয়।

গত বছর ভারতের পূর্বাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় ২৮০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। কয়েক দশকের মধ্যে সে দেশের অন্যতম ভয়াবহ রেল-দুর্ঘটনা ছিল সেটি।

XS
SM
MD
LG