অ্যাকসেসিবিলিটি লিংক

নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড


প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের নারায়ণগঞ্জে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুর রশিদ।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক বরগুনা জেলার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে। আর, জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কাশেম আলীর ছেলে।

পুলিশ পরিদর্শক মো. আব্দুর রশিদ জানান, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এই দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় দণ্ডিত ব্যক্তিরা আদালতে উপস্থিতি ছিলেন।

XS
SM
MD
LG