অ্যাকসেসিবিলিটি লিংক

ওবায়দুল কাদের: ‘যারা ছয় দফা দিবস মানে না তারা বাংলাদেশের স্বাধীনতা মানে না’


ছয় দফা আন্দোলন
ছয় দফা আন্দোলন

বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে ৭ জুন এক গুরুত্বপূর্ণ দিন। দিনটি বাংলাদেশে ‘ছয় দফা দিবস’ হিসেবে পালিত হয়। ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।

দিবসটি পালন উপলক্ষে এক কর্মসূচিতে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “যারা ছয় দফা দিবস মানে না, তারা দেশের স্বাধীনতা মানে না।”

পাকিস্তানের লাহোরে, ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর নহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ছয় দফা দাবি’ উত্থাপন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে পৌঁছান। পরদিন, ৫ ফেব্রুয়ারি তিনি ৬ দফা দাবি পেশ করেন। ৬ ফেব্রুয়ারি প্রকাশিত পত্রপত্রিকায় শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে আখ্যায়িত করা হয়। ফলে শেখ মুজিবুর রহমান ৬ ফেব্রুয়ারি এর সম্মেলন বর্জন করেন।

এর আগে ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি সংগৃহীত হয়।

বাংলাদেশে প্রতি বছর ৭ জুন বাংলাদেশে ' ছয় দফা দিবস' পালন করা হয়। ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়।

এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনুমিয়া, শফিক, শামসুল হক, মুজিবুল হকসহ মোট ১১ জন বাঙালি নিহত হন। ৬ দফা আন্দোলনে প্রথম নিহত হয়েছিলেন সিলেটের মনুমিয়া। ছয় দফার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিলো।

ওবায়দুল কাদের: ৬ দফা ছিলো স্বাধীনতা সংগ্রামের ‘টার্নিং পয়েন্ট’

ছয় দফা আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ‘টার্নিং পয়েন্ট’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, “যারা এটা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।”

আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের

শুক্রবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন যে বঙ্গবন্ধুর হত্যাকারীকারই ৭৫ পরবর্তী সময় ৭ জুন, ৭ মার্চ পালন করতে দেয়নি।তিনি আরো বলেন, “৭৫ এর পর ৭ জুন, ৭ মার্চ নিষিদ্ধ করে দেয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।”

“ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত হয়;” যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে, শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

XS
SM
MD
LG