অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা মির্জা আব্বাস: ‘বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়ি বানিয়েছে আওয়ামী লীগ’


জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৩১ মে, ২০২৪।
জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৩১ মে, ২০২৪।

আওয়ামী লীগ সরকার ব্যাপক দুর্নীতি ও লুটপাট করে, আবার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

“জিয়াউর রহমানের নাম শুনলে আওয়ামী লীগের অনেকে আঁতকে ওঠেন, কারণ তিনি যা করেছেন, তা তাদের করার কথা ছিলো;” তিনি আরো বলেন।

শুক্রবার (৩১ মে) বিকেলে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে একথা বলেন মির্জা আব্বাস।

তিনি আরো বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মাত্র সাড়ে তিন বছরের সংক্ষিপ্ত শাসনামলে দেশকে তলাবিহীন ঝুড়ির অবস্থা থেকে উদ্ধার করেছিলেন। “এই সরকার সেই বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে;” তিনি যোগ করেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দামের মধ্যে আবার জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, “পত্রিকায় দেখলাম জ্বালানির দাম লিটারে আড়াই টাকা বাড়ানো হয়েছে। সব পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন এই দাম বাড়ানো হলো।”

জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, “বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লে, মানুষের জীবন ও জীবিকার ওপর মারাত্মক প্রভাব পড়ে।”

ক্ষমতাসীনরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, জনগণকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে বলে উল্লেখ করেন মির্জা আব্বাস।

ওবায়দুল কাদের: ‘বিএনপি দুর্নীতি ও লুটপাটে পটু একটি দল’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে বলেছেন যে বিএনপি দুর্নীতি ও লুটপাটে পটু একটি দল। বিএনপি নেতাদের নাম দুর্নীতিবাজদের তালিকায় শীর্ষে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৩১ মে, ২০২৪।
ঢাকায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৩১ মে, ২০২৪।

শুক্রবার (৩১ মে) বিকালে, রাজধানী ঢাকায়, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, “কোনো দেশেই নিখুঁত গণতন্ত্র নেই। আমরাও দাবি করি না যে আমাদের গণতন্ত্র নিখুঁত। তবে আমরা চেষ্টা করছি নিখুঁত করতে, আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক।”

“যে বিএনপি এখন বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, তারা নিজেরাই ‘কারফিউ গণতন্ত্রের’ চর্চা করেছে এবং ১১৪ শতাংশ 'হ্যাঁ' ভোট এবং ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার নিয়ে একটি জালিয়াতি গণভোটের আয়োজন করেছিলো;” তিনি যোগ করেন।

ওবায়দুল কাদের আরো বলেন যে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।

“দুর্নীতি করা সত্ত্বেও বিএনপি নেতারা তারেক রহমান ও খালেদা জিয়াকে জনপ্রিয় নেতা বলে দাবি করেন;” বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। “বিএনপি আমলে হাওয়া ভবন ছিলো দুর্নীতি ও আঁতুড়ঘর। এখন তারা দুর্নীতি নিয়ে কথা বলার সাহস পায়। তারা কি কখনো দলের কোনো কর্মী বা সরকারি কর্মকর্তাকে দুর্নীতির জন্য শাস্তি দিয়েছে?”যোগ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং তদন্ত চলছে বলে জানান তিনি।

XS
SM
MD
LG