মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বৃহস্পতিবার গাজায় যুদ্ধ বন্ধে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
বেইজিং-এ এক শীর্ষ সম্মেলনে আল সিসি বলেন, “ইসরায়েলি অবরোধ ভাঙতে এবং ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা এবং তাৎক্ষণিক অবাধ সরবরাহ কার্যকর করতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাৎক্ষণিক ও স্পষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।”
বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গাজার জন্য ৬ কোটি ৯০ লাখ ডলার মানবিক সহায়তার পাশাপাশি ইউ এন এজেন্সি ফর প্যালেস্টাইনের জন্য ৩০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা গত দিনে ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকা এবং গাজা ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে স্থল অভিযানের বর্ণনা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেন, ইসরায়েলের “যত দ্রুত সম্ভব” যুদ্ধোত্তর পরিকল্পনা করা দরকার এবং এ জাতীয় পরিকল্পনার অনুপস্থিতি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার দায়িত্বে থাকা জাতিসংঘের এই কর্মকর্তা বুধবার এই উদ্বেগের প্রতিধ্বনি করে বলেন, যুদ্ধ অবসানের বর্তমান প্রচেষ্টার অংশ হতে হবে দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল।
জাতিসংঘে আলজেরিয়া নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব বিলি করেছে। এতে ২৪ মে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের একটি অস্থায়ী আদেশ অনুসারে রাফায় ইসরায়েলের সামরিক আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, হামাস যাতে গাজায় কাজ করতে না পারে এবং ভবিষ্যতে ইসরায়েলকে হুমকি দিতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েলকে রাফা আক্রমণ চালাতে হবে। ইসরায়েল বলছে, রাফায় হামাসের চারটি ব্যাটালিয়ন রয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
জাতিসংঘের সংবাদদাতা মার্গারিট বেশির এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।