অ্যাকসেসিবিলিটি লিংক

ওবায়দুল কাদের: ‘বিএনপি নেতারা এখন বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছেন’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিএনপি নেতারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকওবায়দুল কাদের। শুক্রবার (২৪ মে) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনয়কালে এ কথা বলেন তিনি।

‘ক্ষমতাসীন আওয়ামী লীগ দুঃশাসন ও জুলুম চালাচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “মির্জা ফখরুল মানসিক ট্রমায় রয়েছেন। তারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়েছেন। তাদের এদিকও নেই, ওদিকও নেই। বন্ধুরাও আর আগের মতো এসে তাদের উৎসাহিত করে না; তাই এমন কথা বলছেন।”

আওয়ামী লীগ সরকারের আমলে কোন সাধারণ নাগরিক জেল-জুলুম-হয়রানির মুখোমুখি হয়নি বলে জানান ওবায়দুল কাদের।

“যারা পুলিশ মেরেছে, পুলিশ হাসপাতালে অগ্নি সংযোগ করেছে তারা তো অপরাধী। তাদের বিএনপি হিসেবে আটক করা হয়নি। আটক করা হয়েছে সন্ত্রাসী হিসেবে, আগুন সন্ত্রাসে জড়িত থাকার অপরাধে;” যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের এক নেতা অস্ত্রসহ আটক হয়েছিলেন। এর পর, তার পক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুনিদের পক্ষে বিএনপির যে প্র্যাকটিস ছিলো; তা এখনো করে যাচ্ছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি প্রশ্ন করেন, বিএনপির সব নেতা এখন কারাগারের বাইরে। তাহলে তাদের কে নির্যাতন করছে?

আওয়ামী লীগ সরকারের জনভিত্তি নেই বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচনে ৪২ শতাংশের বেশি মানুষ ভোটকেন্দ্রে এসেছে। বাংলাদেশের এই হার অন্যান্য দেশের তুলনায় সন্তোষজনক।

তিনি আরো বলেন, বিএনপির আমলে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে বিবিসি জানিয়েছিলো যে তখন ভোটার উপস্থিতি ছিলো ৫ শতাংশ। আর তখনকার নির্বাচন কমিশন জানিয়েছিলো ভোটার উপস্থিতি ছিলো ২১ শতাংশ।

“এখনকার নির্বাচনে উপস্থিতি তার দ্বিগুণ। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন কমিশন বলেছে উপস্থিতি ৩৬ শতাংশের বেশি। আর দ্বিতীয় ধাপে ৩৭ শতাংশের বেশি;” ওবায়দুল কাদের যোগ করেন।

ওবায়দুল কাদের আরো বলেন, “আমরা জনগণের প্রতিনিধি। আমরা জনগণের ইচ্ছায় দেশ শাসন করছি। বিএনপি পথ হারিয়ে পথহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে।”

এক পশ্নের জবাবে, অপরাধ করে কেউ পার পাবে না বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন। সেখানে যদি কেউ অপরাধী হিসেবে সাব্যস্ত হয় তাকে কেউ প্রটেকশন দেবেনা; হোক সে সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধান। অপরাধ করলে দেশের প্রচলিত আইনে শাস্তির মুখে পড়তে হবে।

মির্জা ফখরুল: আওয়ামী লীগের দুঃশাসনে জনগণ বিরক্ত

আওয়ামী লীগ সরকারের ‘দুঃশাসনে’ বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ মে) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রাজধানী ঢাকার বনানী থানায় দায়ের করা ৪টি মামলায় বিএনপির ঢাকা উত্তর মহানগর শাখার নেতা রেজাউল রহমান ফাহিমকে কারাগারে পাঠানোর বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে এ বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে তিনি আরো বলেন, জনসমর্থনের অভাবে (২০২৪ সালের) ৭ জানুয়ারির প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ আরো বেপরোয়া ও স্বৈরাচারী হয়ে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, “স্বৈরাচারী শাসনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি, এর সহযোগী সংগঠন এবং অন্য বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের ওপর চরম দমন-পীড়ন শুরু হয়েছে।”

মির্জা ফখরুল বলেন, অবৈধ দখলদার আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য এখন বিরোধী দলের নেতা-কর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো এবং আদালতকে ব্যবহার করে মিথ্যা মামলায় সাজা দেয়া।

রেজাউল রহমান ফাহিমকে চারটি ‘মিথ্যা’ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো সরকারের সেই লক্ষ্যের অংশ বলে দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সারাদেশে আদালতের মাধ্যমে জামিন নামঞ্জুর করে বিএনপি ও অন্য বিরোধী দলের সদস্যদের কারাগারে পাঠানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

“জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। আওয়ামী ডামি সরকারের দীর্ঘদিন ধরে জনগণ ও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার করে অবৈধ ক্ষমতা ভোগ করার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না;” যোগ করেন মির্জা ফখরুল।

XS
SM
MD
LG