অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার উপকূলে নবনির্মিত জেটি দিয়ে ত্রাণের প্রথম চালান ঢুকেছে, বলছে যুক্তরাষ্ট্র


ইউএস সেন্ট্রাল কমান্ডের দেয়া ছবিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনা, নৌবাহিনীর নাবিক এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ২০২৪ সালের ১৬মে গাজায় ট্রাইডেন্ট পিয়ার স্থাপন করছে।
ইউএস সেন্ট্রাল কমান্ডের দেয়া ছবিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনা, নৌবাহিনীর নাবিক এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ২০২৪ সালের ১৬মে গাজায় ট্রাইডেন্ট পিয়ার স্থাপন করছে।

গাজা সীমান্ত পারাপারের ওপর ইসরাইলের বিধিনিষেধ এবং প্রচণ্ড লড়াইয়ের মধ্যে শুক্রবার ত্রাণবাহী ট্রাকগুলো যুক্তরাষ্ট্রের নতুন নির্মিত একটি ভাসমান জেটি দিয়ে প্রথমবারের মতো অবরুদ্ধ ছিটমহলে প্রবেশ করে।

সাত মাস ধরে চলা আগ্রাসনে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর রাফা অভিযানে গাজা ভূখণ্ডে প্রতিদিন ১৫০টি ট্রাক ঢুকতে পারে বলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ধারণা করছেন।

তবে যুক্তরাষ্ট্র এবং ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে, জেটি প্রকল্পটি স্থল সরবরাহের বিকল্প নয়। স্থল সরবরাহের মাধ্যমে গাজায় প্রয়োজনীয় সমস্ত খাবার, পানি এবং জ্বালানি সরবরাহ হতে পারে। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক ট্রাক বোঝাই করে পণ্য গাজায় প্রবেশ করতো।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড শুক্রবার এক বিবৃতিতে ত্রাণ তৎপরতার কথা স্বীকার করে বলেছে, সকাল ৯টায় প্রাথমিক চিকিৎসা সামগ্রী গাজায় প্রবেশ করে। এতে বলা হয়, অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা তীরে যায়নি।

বৃহস্পতিবার সেনারা ভাসমান জেটি বসানোর কাজ শেষ করেছে। কয়েক ঘণ্টা পরে পেন্টাগন জানায়, মানবিক সহায়তা শীঘ্রই পাঠানো শুরু হবে এবং বিতরণ প্রক্রিয়ায় কোনো ব্যাকআপ আশা করা হচ্ছে না। এটি জাতিসংঘ সমন্বয় করছে।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, ইসরায়েলিদের সাথে যুক্তরাষ্ট্রের সব আলোচনায় জ্বালানি সরবরাহের বিষয়টি উঠে আসে। তিনি আরও বলেন, সমুদ্রপথ দিয়ে ধীরে ধীরে শুরু করার পরিকল্পনা রয়েছে এবং সময়ের সাথে সাথে ট্রাক ডেলিভারি বাড়ানো হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জেটি প্রকল্পের নির্দেশ দিয়েছেন। এর জন্য ব্যয় হবে ৩২ কোটি ডলার। নৌকা বোঝাই ত্রাণ গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলিদের নির্মিত একটি বন্দর স্থাপনায় জমা দেয়া হবে এবং তারপর ত্রাণ সংস্থাগুলো তা বিতরণ করবে।

XS
SM
MD
LG