অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন যুদ্ধ ও নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে রাশিয়ার উপর বাইডেনের ৫০০টি নতুন নিষেধাজ্ঞা


হোয়াইট হাউসের ইস্ট রুমে ন্যাশানাল গভর্ণরস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ভাষণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ওয়াশিংটন।
হোয়াইট হাউসের ইস্ট রুমে ন্যাশানাল গভর্ণরস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ভাষণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ওয়াশিংটন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার আর্থিক ব্যবস্থা ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে শাস্তিমূলক ভাবে ৫০০’র ও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দু বছর আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এটি ছিল মস্কোর উপর আরোপিত সব চেয়ে বড় আকারের নিষেধাজ্ঞা।

শনিবার ইউক্রেনে রুশ হামলার দ্বিতীয় বার্ষিকীর ঠিক প্রাক্কালে এবং এ মাসের প্রথম দিকে আর্কটিকের দন্ডকেন্দ্রে রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র এই পক্ষেপের কথা ঘোষণা করলো।

এই নিষেধাজ্ঞা রাশিয়ার বিভিন্ন ক্ষেত্রকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে যার মধ্যে রয়েছে রাশিয়ার রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল পেমেন্টে কার্ড সিস্টেম, ব্যাংকগুলি , বিনিয়োগ প্রতিষ্ঠান, ভেন্চার ক্যপিটাল তহবিল ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান । এই নিষেধাজ্ঞা সেই সব ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা রাশিয়া কিংবা বিদেশে থেকে নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করেছে। তারা ছাড়া, যেমনটি ওয়াশিংটন বিশ্বাস করে, যে সব কারা কর্মকর্তা নাভালনির মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত তাদের উপরও এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হলো।

কিয়েভকে অতিরিক্ত সামরিক সহায়তার জন্য সম্পূরক অর্থায়ন হিসেবে সেনেটে অনুমোদিত সাড়ে নয় হাজার কোটি ডলার অনুমোদন দেয়ার জন্য প্রতিনিধি পরিষদের বিধায়কদের বলতে গিয়ে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাল্টা জবাব হিসেবে আরও শাস্তি দেয়ার সংকল্প ব্যক্ত করেন।

তিনি শুক্রবার বলেন, “আমরা যুক্তরাষ্ট্রে এটা নিশ্চিত করা অব্যাহত রাখবো যে পুতিন যেন অন্য দেশে আগ্রাসন এবং নিজের দেশে, দমন-নিপীড়ন চালানোর দাম দিতে থাকেন।” তিনি সতর্ক করে দেন যে এতে ব্যর্থ হলে পুতিন ইউক্রেন ও বিশ্বব্যাপী আগ্রাসন চালাতে আরও সাহস পাবেন।

মস্কোর আক্রমণের পর থেকে ওয়াশিংটন এবং তার মিত্র দেশগুলি হাজার হাজার রুশ লক্ষ্যবস্তুর উপর নিষেধোজ্ঞা আরোপ করেছে। শুক্রবারের এই থোক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে প্রায় ৩০০ মানুষ এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের চিহ্নিত প্রতিষ্ঠানসহ পররাষ্ট্র দপ্তর কর্তৃক চিহ্নিত ২৫০ জন লোক এবং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের বানিজ্য বিভাগ ৯০ টির ও বেশি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

XS
SM
MD
LG