অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলকে নিষিদ্ধ করতে ফিফার প্রতি ইরানের আহ্বান


ফাইল ছবি- সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরের সামনে ফিফার লোগো দেখা যাচ্ছে। (২৬ সেপ্টেম্বর, ২০১৭)
ফাইল ছবি- সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরের সামনে ফিফার লোগো দেখা যাচ্ছে। (২৬ সেপ্টেম্বর, ২০১৭)

ইরানের ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ইসরাইলের ফুটবল ফেডারেশনকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে। গাজায় চলমান যুদ্ধের কারণে ইরান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটের এক পোস্টে ফিফার প্রতি এই আহ্বান জানিয়েছে তারা। পোস্টে ইসরাইলি ফেডারেশনকে “ফুটবল সম্পর্কিত সব ধরনের কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ” করার জন্য বলা হয়।

ইরান তাদের অনুরোধে, ফিফা ও এর সদস্য দেশগুলোর প্রতি “তাৎক্ষণিক ও গুরুতর পদক্ষেপ” নেয়ার আহ্বান জানিয়েছে। ইসরাইলের অব্যাহত অপরাধ যাতে বন্ধ হয় এবং গাজার নিরীহ মানুষ ও বেসামরিকদের জন্য খাবার, পানি, ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করা যায় সেই কথাও উল্লেখ করেন তারা।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্য দিয়ে গাজায় নতুন করে যুদ্ধ শুরু হয়। ইসরাইলের সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, হামাসের হামলায় ইসরাইলে প্রায় ১২০০ মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এর জবাবে হামাসকে নির্মূল করার অঙ্গীকার করে ইসরাইল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযানে অন্তত ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইরান ৭ অক্টোবরের হামলাকে “সফল” হিসেবে অভিহিত করলেও সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

ইরান, ইসরাইলকে রাস্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং শত্রু হিসেবে বিবেচনা করে। তাদের ক্রীড়াবিদদের মধ্যে সকল ধরণের যোগাযোগও নিষিদ্ধ করা হয়েছে।

গত আগস্টে পোল্যান্ডে অনুষ্টিত এক প্রতিযোগিতায় ইসরাইলি এক প্রতিযোগীর সঙ্গে করমর্দনের দায়ে ভারোত্তোলক মোস্তফা রাজায়িকে ইরানি কর্তৃপক্ষ আজীবন নিষিদ্ধ করে। সেই সাথে ইরান প্রতিনিধি দলের প্রধান হামিদ সালেহিনিয়াকেও বরখাস্ত করে।

ইরানের সর্বোচ্চ নেতা, আয়াতুল্লাহ আলী খামেনি, ২০২১ সালে, ক্রীড়াবিদদের "পদকের জন্য [ইসরাইয়েলি] অপরাধী সরকারের প্রতিনিধির সাথে হাত না মেলানোর" আহ্বান জানিয়েছিলেন।

স্কাই নিউজ জানিয়েছে, ইরানের সাথে সাথে ফিলিস্তিন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ফুটবল অ্যাসোসিয়েশন গাজায় এই অন্যায় যুদ্ধের প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করতে বিশ্ব ফুটবল প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG