উত্তর পাকিস্তানে একটি বাসে বন্দুকধারিরা গুলি চালালে নয়জন নিহত হয়। এর মধ্যে দুইজন অফ-ডিউটি সেনা সদস্য ছিল। হামলার ফলে বাসটির সাথে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অন্তত পাঁচ জন জঙ্গী বাসের দুইদিক থেকে হামলা চালায়। ঐ জেলার একজন সিনিয়র সরকারি কর্মকর্তা আরিফ আহমেদ খান বলেন, "গুলির পর বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাকের সাথে ধাক্কা খায়। ফলে দুইটি যানে আগুন ধরে যায়। উভয় গাড়ির চালক নিহত হয়।"
তিনি বলেন, আট জন ঘটনাস্থলে নিহত হয়, একজন পরে হাসপাতালে মারা যায়।
নিহতদের মধ্যে দুজন সেনা সদস্য আছে। আহত হয় ২৫ জন।
গিলগিট-বালতিস্তানে চিলাসের কাছে কারাকোরাম মহাসড়কে ঐ হামলা হয়। ঐ মহাসড়ক ইসলামাবাদের সাথে উত্তরের পার্বত্য অঞ্চল এবং চীনকে যুক্ত করে।
বাসটি গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল।
ঐ হামলার জন্য কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। তবে ঐ অঞ্চলে দীর্ঘকাল ধরে সুন্নি এবং শিয়াদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা চলছে।