অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থীরা সাম্প্রতিক বিতর্কে ইসরাইলকে সমর্থন করলেন


রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থী জাতিসংঘের সাবেক দূত নিকি হ্যালি, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ও শিল্পপতি বিবেক রামাসোয়ামি (বাম দিক থেকে) মায়ামিতে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রাইমারির বিতর্কে অংশগ্রহণ করেছেন। ৮ নভেম্বর, ২০২৩।
রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থী জাতিসংঘের সাবেক দূত নিকি হ্যালি, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ও শিল্পপতি বিবেক রামাসোয়ামি (বাম দিক থেকে) মায়ামিতে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রাইমারির বিতর্কে অংশগ্রহণ করেছেন। ৮ নভেম্বর, ২০২৩।

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার আশায় পাঁচ রিপাবলিকান বুধবার রাতে এক বিতর্কসভায় যোগ দেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে তাঁরা সমর্থন জানিয়েছেন। পাশাপাশি চীন ও রাশিয়া নিয়ে তারা তর্ক করেছেন।

মায়ামিতে অনুষ্ঠিত এই বিতর্ক-মঞ্চে হাজির ছিলেন না রিপাবলিকান মুখ ডনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি পুনরায় হোয়াইট হাউসে ফিরতে চাইছেন।

রিপাবলিকানদের তিনটি বিতর্কের কোনোটিতেই হাজির হননি ট্রাম্প। বুধবার কাছাকাছি এলাকায় আয়োজিত নিজের সমাবেশ থেকে তাঁর প্রতিযোগীদের সঙ্গে এই তর্কানুষ্ঠানকে “দেখার অযোগ্য” বলে অভিহিত করেছেন তিনি।

মতামত ভোটে দ্বিতীয় স্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, যারা এই বিতর্কগুলি দেখছেন তাদের কাছে ঋণী থাকা উচিত ট্রাম্পের এবং এই বিতর্কে হাজির হয়ে তাঁর “ব্যাখ্যা দেওয়া উচিত যে কেন তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হবে” দলের মনোনীত প্রার্থী পদে।

অক্টোবরে হামাস জঙ্গি গোষ্ঠীর হামলার পাল্টা জবাবে ইসরাইলের সামরিক হামলা দ্বিতীয় মাসে পড়লো। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকি হ্যালি বলেন, “হামাসকে নিশ্চিহ্ন” করে দেওয়া দরকার ইসরাইলের।

সেনেটর টিম স্কট বলেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলবেন, “মানচিত্র থেকে হামাসকে মুছে দেওয়ার দায়িত্ব ও অধিকার শুধু তাঁর নয়, আমরাও আপনাকে সমর্থন করব।”

রিপাবলিকান প্রার্থীদের পরবর্তী বিতর্ক অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর।

XS
SM
MD
LG