মঙ্গলবার ৭ নভেম্বর থেকে ভারতের পাঁচ রাজ্যে শুরু হবে বিধানসভা ভোট। এর মধ্যে প্রথম দিন ৭ তারিখ ভোট রয়েছে মিজোরাম এবং ছত্তিসগড়ে। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগেই বিস্ফোরণ ঘটল ছত্তিসগড়ে। সোমবার ৬ নভেম্বর ভারতীয় সময় বিকেলে ছত্তিসগড়ে আইইডি অর্থাৎ ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে আহত হন বিএসএফ জওয়ানরা। জখম হয়েছেন দুই ভোটকর্মীও। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেরাজ্যে।
ছত্তিসগড়ের কাঁকের জেলা থেকে এই হামলার খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, এটি মাওবাদী হামলার ঘটনা। স্থানীয় রেঙ্গাগোন্দি গ্রামে সোমবার ভারতীয় সময় বিকেল ৪টে নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোটকর্মীরা এবং বিএসএফ জওয়ানরা একটি নির্বাচনী কেন্দ্রের দিকে যাওয়ার সময়েই এই হামলার শিকার হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁকের জেলার ছোটেবেটিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত মারবেদা পুলিশ ক্যাম্প থেকে ভোটকর্মীদের নিয়ে বিএসএফ-এর চারটি টিম রেঙ্গাগোন্দি নির্বাচনী কেন্দ্রের দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে একজন নামতেই আইইডি ফেটে বিস্ফোরণ হয়। ঘটনাটিতে বিএসএফ কনস্টেবল চন্দ্রপ্রকাশ সেওয়াল এবং দুই ভোটকর্মী গুরুতর আহত হয়েছেন। নিকটবর্তী হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ছত্তীসগড়ে হামলার আশঙ্কায় আগে থেকেই বস্তার এবং দুর্গ জেলার ২০টি আসনে ভোটের আগে প্রায় ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে হামলার সবচেয়ে বেশি আশঙ্কা রয়েছে, এমন ‘অতি স্পর্শকাতর’ ১০টি বিধানসভায় ভোটগ্রহণ সকাল ৭টা থেকে বিকেল ৩টের মধ্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।