- ইসরাইল বলেছে, বুধবার গাজায় একজন সেনা নিহত হয়েছে।
- গাজা উপত্যকা থেকে প্রায় ৭,৫০০ বিদেশী নাগরিককে সরিয়ে নেয়া হচ্ছে।
- জাতিসংঘ কমিশন বলেছে, জাবালিয়া ক্যাম্পে হামলা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে।
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন শুক্রবার ইসরাইল, জর্ডান সফর করবেন।
আরও অনেক বিদেশী বৃহস্পতিবার অবরুদ্ধ গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। গাজার হামাস-চালিত সরকার বলেছে, জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় কমপক্ষে ১৯৫ জন ফিলিস্তিনি মারা গেছে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে।
ইসরাইল, মিশর এবং হামাসের মধ্যকার একটি চুক্তির অধীনে ৫০০ জনের প্রাথমিক তালিকার কমপক্ষে ৩২০ জন বিদেশী নাগরিক এবং গাজার কয়েক ডজন গুরুতর আহত নাগরিক বুধবার মিশরে প্রবেশ করেছে।
অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, জর্ডান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের সরিয়ে নেয়া হয়েছে।
গাজা সীমান্ত কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার আবার সীমান্ত ক্রসিং খুলে দেয়া হবে যাতে আরও বিদেশী বের হয়ে যেতে পারে। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রায় ৭৫০০ বিদেশী পাসপোর্টধারী প্রায় দুই সপ্তাহের মধ্যে গাজা ত্যাগ করবে।
৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের তাণ্ডবের পর ইসলামপন্থী এই গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার জন্য ইসরাইল স্থল,সমুদ্র এবং আকাশপথে গাজায় বোমাবর্ষণ করেছে। ইসরাইল বলেছে ৭ অক্টোবরের হামলায় হামাস ১৪০০ জন মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই বেসামরিক এবং তারা ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করেছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
ইসরাইল বলেছে, মঙ্গলবার এবং বুধবার তাদের হামলায় গাজার সর্ববৃহৎ শরণার্থী শিবির জাবালিয়ায় হামাসের দুজন সামরিক নেতা নিহত হয়েছে।
ইসরাইল বলেছে, বেসামরিক ভবনের নিচে, আশেপাশে এবং ভেতরে হামাসের কমান্ড সেন্টার এবং সন্ত্রাসী অবকাঠামো রয়েছে। এগুলো ইচ্ছাকৃতভাবেই গাজার বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বনাম টুইটার)-এ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার লিখেছেন, "জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় বিপুল বেসামরিক হতাহতের ঘটনা এবং ধ্বংসের মাত্রা বিবেচনা করে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে, এগুলো অসামঞ্জস্যপূর্ণ হামলা যা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে।"