অ্যাকসেসিবিলিটি লিংক

২০৩৬ সালের অলিম্পিকস আয়োজনের জন্য অলিম্পিকস কমিটির কাছে আবেদন করবে ভারত, জানালেন প্রধানমন্ত্রী মোদী


আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ অক্টোবর, ২০২৩।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ অক্টোবর, ২০২৩।

আগামী ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য আবেদন করবে ভারত। এমনটাই গত শনিবার ১৪ অক্টোবর মুম্বইতে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, "অলিম্পিক্স আয়োজনের স্বপ্ন দেখে ১৪০ কোটি ভারতবাসী। আমি চাইব অলিম্পিক্স কমিটির কাছে অনুরোধ করতে যাতে ২০৩৬ সালের মেগা আসর আমরা আয়োজন করতে পারি।"

মুম্বইতে বৈঠকে ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ। তার সঙ্গে বৈঠক সেরে প্রধানমন্ত্রী মোদী এই কথা বলেন প্রচারমাধ্যমের কাছে। তার মতে একটা অলিম্পিক্স আয়োজনই ভারতের চেহারা পালটে দিতে পারে। ১৯৮৩ সালে দিল্লিতে শেষবার আইওসি (আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি) কার্যকরী কমিটির বৈঠক হয়েছিল। ৪০ বছর পরে ফের আয়োজনের দায়িত্ব পেল ভারত।

প্রধানমন্ত্রী বলেছেন, শুধু ২০৩৬ সালের অলিম্পিক্সই নয়, ২০২৯ সালের যুব অলিম্পিক্স আয়োজনের জন্যও ভারত অনুরোধ জানাবে আইওসি-র কাছে। মোদী বলেছেন, "গত কয়েক বছরে ক্রীড়াক্ষেত্রে অনেক উন্নতি করেছে আমাদের দেশ। খেলার প্রতি মানুষের উৎসাহ অনেকটাই বেড়েছে। আর খেলাতে কেউ হারে না, আবার জেতেও না। সকলেই কিছু না কিছু শেখে। তাই আমরাও শিখেছি।"

সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স অনেকটাই ভাল হয়েছে এবার। ভারত মোট ১০৭টি পদক পেয়েছে। তাতে ভারতের ক্রীড়ার ব্যাপকতর উন্নতি হয়েছে বলে মনে করছেন আইওসি কর্তারাও।

XS
SM
MD
LG