অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের


হাইকোর্ট
হাইকোর্ট

আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।

কমিটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের রাখতে বলা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এর আগে ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল কাইয়ুম জনস্বার্থে একটি রিট করেছিলেন, যার প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয় হাইকোর্ট।

কমিটি গঠনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে এক মাস সময় দিয়েছে আদালত। একইসাথে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে তদন্ত করতে এবং তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সংক্রান্ত নথি ও দাখিল করতে হবে।

১৪ নভেম্বর কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০–এর ৯ ধারায় দায়মুক্তির বিধান অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

XS
SM
MD
LG