সার্চ ইঞ্জিন হিসেবে সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় গুগল ক্রোম। বর্তমানে এই সার্চ ইঞ্জিনের সাহায্যেই প্রতারকরা হানা দিচ্ছে ব্যবহারকারীর জীবনে।
বুধবার ১১ অক্টোবর গুগল ক্রোম নিয়ে নতুন করে সতর্ক করেছে ভারতীয় সাইবার সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম ইন ইন্ডিয়া (সিইআরটি-ইন)। সম্প্রতি গুগলক্রোম ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। জানা গেছে, গুগল-এ নির্দিষ্ট কিছু ভার্সনে এই সমস্যা দেখা দিচ্ছে।
সিইআরটি-ইন তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যবহারকারীরা বিভিন্ন ফিশিং অ্যাটাক, ডেটা ব্রিচ, ম্যালওয়্যার ইনফেকশন এই ধরনের সমস্যায় পড়তে পারেন। গুগল ক্রোমে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক দুর্বলতা রয়েছে। সেই সুযোগই নিচ্ছে হ্যাকাররা।
গুগল ক্রোম-এর বিভিন্ন ক্ষেত্রের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীকে কোনও ম্যালিসিয়াস ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। ব্যবহারকারী সেই ওয়েবসাইট খুললে হ্যাকাররা তার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ফাঁকা করে দিতে পারে হ্যাকাররা।
উইন্ডোজ-এর ক্ষেত্রে গুগল ক্রোম-এর 115.0.5790.170/.171-এর আগের ভার্সান ব্যবহার করলে সমস্যায় পড়তে হতে পারে। আর লিনাক্স ও ম্যাক ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল ক্রোম-এর 115.0.5790.170/.171- এর আগের ভার্সন ব্যবহার করতে নিষেধ করেছে সিইআরটি-ইন। সেইসঙ্গে যত দ্রুত সম্ভব গুগল ক্রোম-এরক সর্বশেষ ভার্সন আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছে।