অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে কেন্দ্র সরকারের দু'টি জনপ্রিয় প্রকল্পের দূর্নীতি ফাঁস সিএজি, বদলি করে দেওয়া হল তদন্তকারী আধিকারিকদের


ভারতে কেন্দ্র সরকারের দু'টি জনপ্রিয় প্রকল্পের দূর্নীতি ফাঁস সিএজি, বদলি করে দেওয়া হল তদন্তকারী আধিকারিকদের।
ভারতে কেন্দ্র সরকারের দু'টি জনপ্রিয় প্রকল্পের দূর্নীতি ফাঁস সিএজি, বদলি করে দেওয়া হল তদন্তকারী আধিকারিকদের।

ভারতে আয়ুষ্মান ভারত এবং দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে অনিয়ম হয়েছে বলে রিপোর্ট দিয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। যে তিন অফিসারের নেতৃত্বে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জনপ্রিয় দুই প্রকল্পের অনিয়ম সামনে এসেছে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের সেই পদস্থ তিন অফিসারকে বুধবার অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে ভারতের কেন্দ্র সরকার। এই দাবি করেছে জাতীয় কংগ্রেস। কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘মোদী সরকারের মাফিয়া স্টাইল’ বলে বর্ণনা করে প্রশ্ন তুলেছে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল।

কেন্দ্রের সড়ক পরিবহণমন্ত্রক তৈরি করেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। তাতে ১৪০০ শতাংশ অতিরিক্ত খরচ নিয়ে সংশয় প্রকাশ করে টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সিএজি। অন্যদিকে, আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পে বেশ কয়েক লক্ষ ক্ষেত্রে মৃত ব্যক্তির নামে ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানতে পেরেছে সিএজি। সেই সঙ্গে তারা জানতে পারে একটি টেলিফোন নম্বরে সাড়ে সাত লাখ মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রকৃত উপকৃতর সংখ্যা নিয়েই প্রশ্ন তুলেছে সরকারি সংস্থাটি।

উল্লেখ্য সিএজি-র কাজ হল সরকারি দফতরের আয়-ব্যয়, হিসাব এবং প্রকল্পে নিয়মকানুন অনুসরণের বিষয়গুলি খতিয়ে দেখা। এই সংস্থার তোলা প্রশ্নের জবাব সংসদে দিতে বাধ্য থাকে কেন্দ্র সরকার। ২০১১-১২ সালে তৎকালীন মনমোহন সিং সরকারের বিরুদ্ধেও একাধিক রিপোর্ট দিয়েছিল সিএজি। তৎকালীন সিএজি বিনোদ রাই দাবি করেছিলেন, কয়লা খনি লিজ দেওয়াতে অনিয়মে এক লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে কেন্দ্র সরকারের। আরও কিছু প্রকল্পেও অনিয়মের অভিযোগ তুলেছিল সিএজি।

যদিও পরবর্তীকালে ভারতের সুপ্রিম কোর্ট এক মামলায় সিএজি-র ওই রিপোর্টকে খারিজ করে দেয়। তার জেরে তৎকালীন সিএজি বিনোদ রাই প্রকাশ্যে ক্ষমা চান। যদিও ততদিনে কেন্দ্রে সরকার বদলে গেছে। সিএজি রিপোর্ট হাতিয়ার করেই ২০১৪-র লোকসভা ভোটে জয় পান নরেন্দ্র মোদী।

কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সিএজি-র গুরুত্ব হ্রাস করে দিয়েছেন। এখন অনিয়ম ধরছেন যে অফিসার-রা তাদের বদলি করে দেওয়া হচ্ছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, "সিএজি রিপোর্টে পরিকাঠামো এবং সামাজিক স্কিমে কেলেঙ্কারির উল্লেখ আছে। এখন, আয়ুষ্মান ভারত এবং দ্বারকা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির রিপোর্ট করার দায়িত্বে থাকা তিন সিএজি অফিসারকে মোদী সরকার দুর্নীতি আড়াল করতে বদলি করে দিয়েছে।"

কংগ্রেসের দাবি, সিএজি একটি স্বাধীন সংস্থা। অবিলম্বে বদলির আদেশ বাতিল করা হোক। সেই সঙ্গে কংগ্রেসের দাবি, সিএজি-র আনা অভিযোগের জবাব দিক কেন্দ্র সরকার। দিল্লিতে রাজ্যের ক্ষমতায় থাকা আম আদমি পার্টিও একই দাবি জানিয়েছে।

XS
SM
MD
LG