গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত। গত ছ' দিন ধরে যুদ্ধবিধ্বস্ত ইসরাইল। এই পরিস্থিতিতে ইসরাইল-এ আটকে পড়া বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে শুরুতেই দেশে ফিরতে সাহায্য করেছে কেন্দ্র। এবার সেদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ‘অপারেশন অজয়’ শুরু করল ভারত। বৃহস্পতিবার ১২ অক্টোবর থেকে এই মিশন শুরু হয়েছে। বুধবার এক্স হ্যান্ডল (পূর্ববর্তী ট্যুইটার)-এ একথা ঘোষণা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার ১১ অক্টোবর রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “যে সকল ভারতীয় এই যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইল থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের জন্য ভারত সরকারের উদ্যোগে অপারেশন অজয় চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে। ভিনদেশে আটকে পড়া আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখভালের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।” ভারত সরকার আগেই জানিয়েছিল যে, ইসরাইল-এ প্রায় ১৮,০০০ ভারতীয় থাকেন। তারা এই যুদ্ধ পরিস্থিতিতে যেভাবেই হোক, দেশে ফিরতে চেয়েছিলেন।
তাদের সেই আবেদনে সাড়া দিয়েই শুরু হল ‘অপারেশন অজয়’। এরপর বুধবার ১১ অক্টোবর রাতেই ইসরাইল-এর ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, গত কয়েকদিনের যুদ্ধ পরিস্থিতির জেরে অনেক নাগরিকই দেশে ফিরতে চেয়ে দূতাবাসে আবেদন করেছেন। ইতিমধ্যে সেখানে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চালু হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সময় সকালেই ইসরাইল-এর উদ্দেশে রওনা দেবে ভারতের একটি বিশেষ বিমান। ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হবে দেশে। এই প্রথম পর্যায়ের পর, তারপর ধাপে ধাপে সকলকেই ভারতে ফেরানো হবে।