অ্যাকসেসিবিলিটি লিংক

বিখ্যাত অলিম্পিক জিমনাস্ট রেটন 'মৃত্যুর সাথে লড়ছেন', বললেন তার মেয়ে


ফাইল ছবি - জিমনাস্ট মেরি লু রেটন (বামে) এবং পাশে জিমনাস্ট শ্যানন মিলার। ওকলাহোমা সিটি, ১৬ নভেম্বর ২০১৭।
ফাইল ছবি - জিমনাস্ট মেরি লু রেটন (বামে) এবং পাশে জিমনাস্ট শ্যানন মিলার। ওকলাহোমা সিটি, ১৬ নভেম্বর ২০১৭।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত অলিম্পিক জিমনাস্ট মেরি লু রেটন বিরল এক ধরণের নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে ইনটেনসিভ কেয়ারে 'মৃত্যুর সাথে লড়ছে' বলে জানিয়েছেন তার মেয়ে।

৫৫ বছর বয়সী রেটন প্রথম আমেরিকান নারী যিনি ১৯৮৪ সালের অলিম্পিক গেমসে অল অ্যারাউন্ড স্বর্ণ পদক জেতেন। তার মেয়ে ম্যাকেনা কেলি জানান, তার মা একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কেলি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তার মায়ের অবস্থা সম্পর্কে জানাচ্ছেন এবং মায়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছেন।

তিনি বলেন, তার মা নিজে নিঃশ্বাস নিতে পারছেন না এবং তিনি এক সপ্তাহ ধরে আইসিইউ-তে আছেন।

রেটন ১৯৮৪ সালের অলিম্পিকে তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে অল অ্যারাউন্ড স্বর্ণ পদক, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জেতেন।

ঐ গেমসের আগে তিনি হাঁটুতে চোট পান এবং তার অস্ত্রপচার করা হয়। তা সত্ত্বেও পদক জেতায় তিনি আরো বেশি পরিচিতি পান।

XS
SM
MD
LG