অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লাসিফাইড ডক্যুমেন্ট ইনভেস্টিগেশনের ব্যাপারে সাক্ষাৎকার দিয়েছেন বাইডেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে কথা বলার পর বিরতি দিয়েছেন। ৪ অক্টোবর, ২০২৩। ফাইল ছবি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে কথা বলার পর বিরতি দিয়েছেন। ৪ অক্টোবর, ২০২৩। ফাইল ছবি।

সোমবার দেরিতে হোয়াইট হাউজ জানিয়েছে, গোপন নথিপত্রগুলো পরিচালনার বিষয়ে একটি স্বাধীন তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকার নেয়া হয়েছে।

মুখপাত্র ইয়ান স্যামস এক বিবৃতিতে বলেছেন, সাক্ষাৎকারটি প্রেসিডেন্টের অনুমতি নিয়ে নেয়া হয়েছিল। সোমবার হোয়াইট হাউজে এই সাক্ষাৎকার নেয়া হয়। স্যামস বলেন, সাক্ষাৎকার নেয়া সোমবার শেষ হয়েছে।

তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ কৌঁসুলি রবার্ট হুর। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়টি তদারকি করার জন্য অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড তাকে নিয়োগ দেন।

স্যামস বলেন, “যেমনটা আমরা শুরু থেকেই বলেছি, প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউজ এই তদন্তে সহযোগিতা করছে, এবং এটি ঠিকঠাকভাবে চলছে। তদন্তের স্বচ্ছতা রক্ষা করে যতটুকু অগ্রগতি জনসমক্ষে প্রকাশ্যে সরবরাহ করা যায়,আমরা তা করছি।”

ফৌজদারি তদন্তে ক্ষমতাসীন প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেয়ার নজির খুবই কম।

সিআইএ অপারেটিভের পরিচয় ফাঁসের তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ৭০ মিনিটের সাক্ষাৎকার দিয়েছিলেন। ১৯৯৮ সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে নিরপেক্ষ কাউন্সেল কেনেথ স্টার চার ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছিলেন।

বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের দল তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবীদের সাথে একটি সাক্ষাৎকারের জন্য আলোচনা করেছিল কিন্তু ট্রাম্প সেই সাক্ষাৎকার দেননি। তার আইনজীবীরা ট্রাম্পের লিখিত উত্তর জমা দেন।

XS
SM
MD
LG