ভারতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত স্তরের নির্বাচন থেকে লোকসভা, প্রতিটি নির্বাচনেই টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ দীর্ঘ দিন ধরেই উঠছে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এবার এই বিষয়েই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।
মাত্র কয়েক মাস পরে আগামী বছরেই ভারতে লোকসভা ভোট। তার আগে তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। ডিসেম্বরে ভোট হবে দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায়। তেলেঙ্গানার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ১৭ জনের দল পৌঁছেছে তেলেঙ্গানায়। বৃহস্পতিবার ৫ অক্টোবর সেখানেই ভোটে টাকা বিলির বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করেছেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।
জাতীয় নির্বাচন কমিশনার বলেন, “টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।” এই বিষয়ে কমিশন স্থানীয় পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও ব্যবহার করবে বলে জানা গিয়েছে। কোনও ক্ষেত্রে এজেন্সি নিস্ক্রিয় থাকলে তাদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য বর্তমানে অনলাইনের যুগে নগদ টাকার পরিবর্তে ভোটের সময় অনলাইনেও চলে দান খয়রাতি। বলা হয়েছে সেদিকেও নজরদারি চালাবে কমিশন। এজন্য প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির অনলাইন অর্থিক লেনদেনের দিকেও ব্যাঙ্কগুলিকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তেলেঙ্গানা নয় , আগামী দিনে প্রতিটি রাজ্যের ভোটেই সংশ্লিষ্ট বিষয়গুলি আরও সক্রিয়ভাবে কার্যকরী করা হবে বলে জানিয়েছেন রাজীব কুমার।