ভারতে আইআইটির মেসেও এবার আমিষ-নিরামিষ বিতর্ক দেখা দিল। অভিযোগ, আইআইটি বোম্বে-র হোস্টেলের কমন মেসের ভিতরেই ৬টি টেবিল আলাদা করে রাখা হয়েছিল 'ভেজ-ওনলি', অর্থাৎ নিরামিষাশী পড়ুয়াদের জন্য। 'নীরবে' তারই প্রতিবাদ জানিয়েছিলেন কয়েকজন ছাত্র। এরপরেই বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিধিভঙ্গের অভিযোগে এক ছাত্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
সংবাদ সূত্রের খবর, গত সপ্তাহে সেখানকার ১২, ১৩ এবং ১৪ নম্বর হস্টেলের মেস কাউন্সিলের তরফে ৬টি টেবিল রিজার্ভ করে রাখা হয় নিরামিষাশী ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু কমন মেসে এমন বিভাজনের প্রতিবাদে কয়েক জন ছাত্র একটি ভেজ ওনলি টেবিলে আমিষ খাবার এনে খায়। তাতেই বিতর্কের সূত্রপাত।
একটি কমিটি পুরো বিষয়টি তদন্ত করে জানিয়েছে, কয়েক জন ছাত্র জোর করে ইনস্টিটিউটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তাদের মধ্যে ১ জনকে চিহ্নিত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ২ জনকে এখনও চিহ্নিত করা যায়নি।সোমবার হোস্টেল ম্যানেজার অভিযুক্ত ছাত্রকে ইমেইল করে জানিয়েছেন যে প্রতিষ্ঠানের তরফে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই এই টাকা তার স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) অ্যাকাউন্ট থেকে কাটা হবে।
এই বিষয়ে পড়ুয়াদের প্রতিবাদ এবং অভিযোগ নিয়ে আলোচনার জন্য মেস কাউন্সিলের তরফে একটি মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে জানানো হয়েছে, অ্যাসোসিয়েট ডিন (স্টুডেন্টস অ্যাফেয়ার্স)-এর পরামর্শকে অমান্য করে মেসের মধ্যে শান্তি ও সম্প্রীতিকে ব্যাহত করার জন্য পূর্বপরিকল্পিতভাবে এমন কাজ করা হয়েছিল। যে দুই ছাত্রকে চিহ্নিত করা যায়নি, তাদের শনাক্তকরণের বিষয়ে ওই ৩টি হস্টেলের অন্য পড়ুয়াদের থেকে সাহায্য চাওয়া হয়েছে। তাদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।