আগামী বছর, ২০২৪-এর অস্কার পুরস্কারে পাঠানোর জন্য ভারত থেকে সিনেমার চূড়ান্ত বাছাই করে ফেলেছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। এই দৌড়ে ছিল ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-সহ আরও অনেকগুলি সিনেমা। তবে সবাইকে পিছনে ফেলে অস্কার-এ প্রতিযোগিতার মঞ্চে জায়গা করে নিল দৌড়ে জিতে গেল কেরলের মালয়ালি ভাষার সিনেমা ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো'। সিনেমাটির পরিচালক জুড অ্যান্টনি জোসেফ।
২০২৩-এ অস্কারের মঞ্চে তুমুল সমাদৃত হয়েছিল এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। এর পাশাপাশি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপাও জিতেছিল এই সিনেমার গান ‘নাটু নাটু’। এই সমাদর ও অস্কার জয়ের কারণে আগামী বছর অস্কারে সিনেমা পাঠানো নিয়ে বিশেষ উত্তেজনা ছিল নির্মাতাদের মধ্যে, মত চলচ্চিত্র বিশেষজ্ঞদের। অনেকগুলো সিনেমা-ই তালিকভুক্ত হয়েছিল।
'দ্য কেরালা স্টোরি’ (হিন্দি), ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (হিন্দি), ‘ঘুমর’ (হিন্দি), ‘বালাগাম’ (তেলেগু), ‘ভালভি’ (মারাঠি), ‘বাপলিওক’ (মারাঠি), ‘১৬ আগস্ট, ১৯৪৭’ (তামিল)-সহ মোট ২২টি সিনেমা ছিল তালিকায়। সেখান থেকেই জুড অ্যান্টনি জোসেফের মালয়ালাম ছবি ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’-কে বেছে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ভয়াবহ বন্যা হয়েছিল ভারতের দক্ষিণের রাজ্য কেরলে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছিল ৪৮৩ জনের বেশি মানুষের। নিখোঁজ ছিলেন প্রায় ১৫ জন। সেই বন্যার ঘটনার প্রেক্ষাপটেই ‘২০১৮’-র চিত্রনাট্য লেখা হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম অভিনেতা টবিনো থমাস। সেই ভয়ঙ্কর বন্যার সময় কীভাবে মানুষই মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তা নিজের সিনেমাতে তুলে ধরেছেন পরিচালক। আগামী বছর ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস-এ ৯৬তম অস্কার অনুষ্ঠিত হবে।